স্থানীয়দের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মতিয়াজ আহমেদ সায়েমের শারীরিক অবস্থা চারদিনেও উন্নতি হয়নি। তাকে চারদিন ধরে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে, তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বুধবার বিকেলে মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

শেকৃবির আবাসিক হলে বহিরাগতদের দৌরাত্ম্য, অসহায় শিক্ষার্থীরা

কুবিতে বানরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ১২

হাসপাতালের আইসিইউর সামনে অবস্থানরত সায়েমের ভাই আসাদুজ্জামান সজীব বলেন, “গত চারদিন ধরে সায়েম লাইফ সাপোর্টে রয়েছে। তার কোনো উন্নতির খবর চিকিৎসকরা দিতে পারছেন না। আজ বিকেলে বিভিন্ন বিভাগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি উচ্চতর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।”

পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা.

সিরাজুল মোস্তফা জানান, সায়েমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত রবিবার দুপুরে জোবরা গ্রামের স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ধারালো অস্ত্র দিয়ে ইমতিয়াজ আহমেদ সায়েমকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক। চারদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র।

ঢাকা/রেজাউল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ