রাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৪৬৬ প্রার্থী
Published: 3rd, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষ হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন:
রাকসু নির্বাচনে প্রার্থী চার কন্যার পিতা ৫১ বছরের মোর্শেদ
রাবিতে রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ-বিষয়ক সেমিনার
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৩টা পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৮২ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ১৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আটজন, সহকারী সাধারণ সম্পাদক পদে (এজিএস) ১০ জন।
এছাড়া পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২জন মনোনয়ন নিয়েছেন। ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আটজন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক তিনজন, সংস্কৃতি-বিষয়ক সম্পাদক পাঁচজন, সহকারী সংস্কৃতি-বিষয়ক সম্পাদক ছয়জন, মহিলা-বিষয়ক সম্পাদক পাঁচজন, সহকারী মহিলা-বিষয়ক সম্পাদক চারজন, তথ্য ও গবেষণা সম্পাদক নয়জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক চারজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ছয়জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক চারজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তিনজন সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছয়জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক তিনজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পাঁচজন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১১ জন এবং চারটি নির্বাহী সদস্য পদে মোট ৫১ জন।
রাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকেও মনোনয়ন নিয়েছেন। প্যানেল অনুযায়ী গণ ছাত্রজোট প্যানেলে ২৩ জন, ছাত্রদলের প্যানেলে ২৬ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ প্যানেলে ১৫ জন, ছাত্রশিবিরের প্যানেলে ২১ জন, নাজমুস সাকিব প্যানেলে ছয়জন, আফরিন জাহান প্যানেলে ২৩ জন, তৌহিদুল ইসলাম প্যানেলে সাতজন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেলে ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত প্যানেলে ১৩ জন, পদ উল্লেখ ব্যতীত নয়জনসহ মোট ১৯৯ জন মনোনয়নপত্র নেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা আজ প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।”
বারবার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “আমরা তো আর ইচ্ছা করে বারবার তারিখ পরিবর্তন করিনি। এটা শিক্ষার্থীদের সুবিধার জন্য করা হয়েছে। আমরা মোটামুটি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি। তারা এখন খুব খুশি।”
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ষয়ক স সহক র
এছাড়াও পড়ুন:
রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
এলইডি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনকে।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন চাকরিচ্যুত সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী ও জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।
দুদকের মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। বিলবোর্ড স্থাপনের অনুমোদন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিয়মকানুন উপেক্ষা করে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়।