২০ মিনিট ঘুমানোর ঘর ‘ন্যাপ ক্যাফে’
Published: 4th, September 2025 GMT
কর্মস্থানে ‘ওয়েলনেস টেন্ড’ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তা পাচ্ছে ন্যাপ ক্যাফে। এ হলো একটি একটি ক্যাফে সেখানে অফিসের কর্মীরা ২০ মিনিট ঘুমানোর সুযোগ পেয়ে থাকেন। মাত্র বিশ মিনিটের ঘর একজন কর্মীকে ক্লান্তি কাটিয়ে সতেজ হওয়ার সুযোগ করে দিতে পারে। এতে কর্মশক্তি ও কর্মউদ্দীপনা দুই’ই বাড়ে।
কী থাকে ন্যাপ ক্যাফেতে
প্রতিটি ক্যাফেতে রয়েছে প্রাইভেট পড বা রিক্লাইনিং চেয়ার। নরম কম্বল, মৃদু সুরের গান শোনার ব্যবস্থা, আর ঘরটি সাজানো থাকে মৃদু আলোয়। একটি পারফেক্ট পাওয়ার ন্যাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ক্যাফেগুলো সাজানো হয়।
আরো পড়ুন:
জম্মু-কাশ্মীরে ভারি বৃষ্টিতে ভূমিধস, নিহত অন্তত ৩০
একা হয়ে পড়া মানুষদের স্বাগত জানানো হয় যে দোকানে
কর্মীরা যেভাবে সেবা নিয়ে থাকেন
কর্মীরা অ্যাপের মাধ্যমে একটি স্লট বুক করতে পারেন, যেখানে তারা ন্যাপের সময়কাল, অ্যারোমাথেরাপির সুগন্ধি বা এমনকি মৃদু Wake-Up Sound-ও নির্বাচন করতে পারেন। স্টাফরা দ্রুত শিথিল করতে ভিজিটরদের আই মাস্ক, ইয়ারপ্লাগ এবং ভেষজ চা প্রদান করে। তাদের লক্ষ্য হলো ঘুমকে কার্যকর, স্বাস্থ্যকর এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা। কাজের সময় ঘুমের ভাব এলে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে অলসতা হিসেবে দেখা হতো। বর্তমানে উৎপাদনশীলতা বাড়ানোর একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
অফিস কর্মীরা মাত্র একটি ছোট বিশ্রামের পরে নিজেদের কর্মশক্তি ফিরে পান। কাজে মনোযোগ বাড়াতে পারেন। ফলে এই সংস্কৃতি কোম্পানি ও কর্মী উভয়ের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণত লাঞ্চ ব্রেকের সময় ন্যাপ ক্যাফে ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।