ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। এক সময় বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে রাজত্ব করেছেন। ১৯৮০ সালের ৩১ জুলাই মারা গেলেও তার গানের কদর এখনো কমেনি। এ গায়কের পুত্র শহিদ রফি অভিযোগ করেছেন—বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে তার বাবার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন।  

শহিদ রফি জোর দিয়ে বলেন যে, তার বাবার সঙ্গে পুরুষ সহশিল্পীদের সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল, তবে নারী শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা ছিল। সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে শহিদ রফি বলেন, “উনারা (নারী গায়িকারা) হিংসা করতেন, কারণ রফি সাহেব সবার উপরে ছিলেন; তারা চাইতেন সবাই তাদের নিচে থাকুক। মানুষ তাকে নাম্বার ওয়ান বলতেন, এটা তাদের ভালো লাগত না। আমি কোথাও শুনেছি, ‘রফি সাব নাকি ৯ বছর বাসায় বসেছিলেন, হতাশায় ভুগছিলেন।’ প্লিজ! আপনি সত্তর দশকের যেকোনো গান শুনুন।” 

আরো পড়ুন:

বায়োপিক নির্মাণের অনুমতি দেননি লতা মঙ্গেশকর, পরিবার দেবে?

লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন

মোহাম্মদ রফি সংগীত জগত থেকে অল্প কিছু সময় অনুপস্থিত ছিলেন। তবে এটা পেশাগত কোনো সমস্যা ছিল না। বরং ধর্মীয় এক নেতা গান গাওয়াকে ‘পাপ’ বলায় কিছু দিন গান গাওয়া বন্ধ করেছিলেন। পরে মোহাম্মদ রফি আবার গানে ফিরেন বলে দাবি শহিদের। 

আরেকটি ঘটনা বর্ণনা করে শহিদ রফি বলেন, “আমি কারো সামনে বলতে দ্বিধা করব না। এটা আমি লতাজিকেও তার জীবদ্দশায় বলেছিলাম। লতাজি অভিযোগ করেছিলেন, ‘রফি সাহেবের ক্যারিয়ার পড়তির দিকে যাচ্ছিল এবং সে তাকে ক্ষমা করতে বলেছিল।’ সে কখনো এটা বলেনি। আমি আপনাকে বলতে পারি, লতা জি-ই এই কথা বলেছিলেন এবং ‘দুজন মানুষ বাবার কাছে এসে লতাজিকে ক্ষমা করতে বলেছিলেন।’ তখন অনেক নতুন গায়ক উঠে আসছিলেন, এমনকি তার নিজের বোনও। তিনি নিরাপত্তহীনতায় ভুগছিলেন। তাহলে আমাকে বলুন, কে তখন পতনের মুখে ছিল?” 

হুঁশিয়ারি উচ্চারণ করে শহিদ রফি বলেন, “তখন আমাদের জন্যও বাবার সময় ছিল না। আমার বাবার বিরুদ্ধে খারাপ কিছু বললে, আমি কখনো সহ্য করব না। আমি চুপ থাকব না, সে যেই হোক না কেন। আমার বাবা আমার বাবা ছিলেন। আমি জানি তিনি কোথায় দাঁড়িয়ে ছিলেন।” 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যখন রফিকে সম্মান জানানো হচ্ছিল, তখন লতা মঙ্গেশকর ‘হস্তক্ষেপ’ করেন। সর্বশেষ সেই স্বীকৃতি লতা মঙ্গেশকর নিজেই পান। রফি সাহেব তখন বিষয়টি চেপে যান বলেও অভিযোগ শহিদের। 

আশা ভোঁসেলের কথিত মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহিদ। তিনি বলেন, “আপনি শিক্ষিত মানুষ, একটু লজ্জা থাকা উচিত। এই বয়সে এসেও এসব কথা? আমি ওনাকে সরাসরি বলছি। উপরে আল্লাহ বসে আছেন। কেউ যদি আমার বাবার সম্পর্কে খারাপ কিছু বলে, আমি সহ্য করতে পারি না। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি নিজেকে নিয়ে বলুন।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র ব ব বল ছ ল কর ছ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ