উচ্চ ফাইবার সমৃদ্ধ ফল পেঁপে। কাঁচা-পাকা দুই ধরণের পেঁপেতেই রয়েছে পাপেইন ও কাইমোপাপেইন নামক এনজাইম। আর এনজাইম দুধকে দই বানিয়ে ফেলতে পারে। সুতরাং পেঁপের সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। হতে পারে গ্যাস্ট্রিক, পেট ফোলা ভাব। ভুগতে পারেন অস্বস্তিতে। দুগ্ধজাতীয় খাবার ছাড়াও এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলো খেলে প্রোটিন ভেঙে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী জানিয়ে দিচ্ছি।

উচ্চ প্রোটিযুক্ত খাবার
পেঁপেতে রয়েছে উচ্চ মাত্রার এনজাইম। যা প্রোটিন ভেঙে দিতে পারে। সুতরাং উচ্চ প্রোটিনযুক্ত খাবার, যেমন মাংস, মাছ কিংবা তোফু পেঁপের সঙ্গে না খাওয়াই ভালো। 

আরো পড়ুন:

ডায়রিয়া হলে কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না

নিয়মিত শরীরচর্চা ক্যানসারের ঝুঁকি কমায়: গবেষণা

চর্বিযুক্ত খাবার
পেঁপে ও চর্বিযুক্ত খাবার মিশিয়ে খেলে পেট ফুলে যাওয়া বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। ভাজা খাবার, চর্বিযুক্ত মাংস কিংবা ক্রিমযুক্ত সসের মতো খাবারগুলো হলো উচ্চ চর্বিযুক্ত। এর সঙ্গে পেঁপে মিশিয়ে খাওয়া মোটেই উচিত হবে না।

টকজাতীয় খাবার
সাইট্রাস বা কমলা, লেবু বা জাম্বুরার মতো ফলে থাকে উচ্চমাত্রার ভিটামিন সি। তাই সাইট্রাস ফল ও পেঁপে একসঙ্গে খেলে অ্যাসিডিটি হতে পারে। শুধু তা-ই নয়, পেটব্যথা, পেটে হঠাৎ অস্বস্তি কিংবা ডায়রিয়াও হতে পারে। তাই এই দুই ধরনের ফল একসঙ্গে খাবেন না। এ ছাড়া আচারের মতো খাবারে বিদ্যমান প্রোবায়োটিক ও এনজাইমকে পেঁপেতে বিদ্যমান এনজাইম ভেঙে দেয়। তাই এ ধরনের খাবার পেঁপের সঙ্গে না খাওয়াই ভালো।

চা
চায়ের সঙ্গে পেঁপে খাবেন না। কারণ চায়ে যে ট্যানিন ও ক্যাফেইন আছে- এর সঙ্গে পেঁপেতে থাকা পাপেইন এনজাইম মিশে গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পরিপাকনালির সমস্যা তৈরি করতে পারে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ যকর জ বন চর ব য ক ত সমস য

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়