চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণকাজ ‘জরাগ্রস্ত’ হয়ে পড়েছে। জমি অধিগ্রহণে জটিলতা এবং সমন্বয়ের অভাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে কোন গতি নেই। এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ করাই হয়নি। অবকাঠামো নির্মাণ তো দূরের কথা। 

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর।

টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পটি (২য় পর্যায়) ২০২০ সালের ২০ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়। দেশজুড়ে ৩২৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। সেসময় খরচ ধরা হয় ২০ হাজার ৫২৬ কোটি টাকা। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরে তা শেষ করতে বলা হয়। দীর্ঘ সময়ে প্রকল্পটির অগ্রগতি না হওয়ায় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, এসব উপজেলা এবং নির্ধারিত ওই টাকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন নির্মাণের কথা রয়েছে। সেগুলো- শিবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোমস্তাপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ ও ভোলাহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ।

প্রকল্পটির উদ্দেশ্য ছিল কর্মক্ষম যুবকদের দেশ-বিদেশে বর্তমান ও ভবিষ্যৎ চাকরি বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। দরিদ্র জনগোষ্ঠীর জীবিকার লক্ষ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চারটি ট্রেড ও স্বল্পমেয়াদী প্যারা ট্রেড কোর্স চালু করতে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।

প্রকল্পের প্রধান কাজ হিসেবে ধরা হয় প্রতিটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য ৩ একর বা ৯ বিঘা করে জমি অধিগ্রহণ ও উন্নয়ন। আরও রয়েছে, অ্যাকাডেমিকসহ প্রশাসনিক ভবন নির্মাণ, শিক্ষক ডরমিটরি, ২০০ শয্যার ছাত্রী হোস্টেল নির্মাণ ও ওয়ার্কশপ বিল্ডিং নির্মাণ। 

এছাড়া সীমানাপ্রাচীর ও গেট নির্মাণ, আসবাবপত্র সংগ্রহসহ অন্য কাজও রয়েছে। উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে এইসব প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত হয়, যেন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা সহজে যোগাযোগ করতে পারেন।

কারিগরি শিক্ষা কর্মকর্তারা জানান, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে সরকার এ প্রকল্পটি গ্রহণ করেছে। 

অথচ চাঁপাইনবাবগঞ্জের ৩টি কারিগরি প্রতিষ্ঠান নির্মাণে সাড়ে ৫ বছর আগের প্রকল্পে কোন আগ্রগতি নেই। এ সময়ের মধ্যে ১ শতাংশ কাজও শেষ হয়নি। এসব প্রতিষ্ঠান নির্মাণের জন্য এখনও ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। ভূমি অধিগ্রহণ কাজ শেষ না হলে অবকাঠামোগত উন্নয়নও দৃশ্যমান অসম্ভব। ফলে তরুণদের কারিগরিভাবে দক্ষ করতে সরকার যে উদ্যোগ নিয়েছিল, সেটা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মু.

আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। এসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য এখনও ভূমি অধিগ্রহণ করা হয়নি। অধিগ্রহণ করা ভূমি আমাদের বুঝিয়ে দিলে আমরা ভবন নির্মাণের কাজ শুরু করব।”

টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণকাজ প্রকল্প পরিচালক (পিডি) যুগ্ম সচিব মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘‘প্রকল্পটির সঙ্গে এর আগে চারজন প্রকল্প পরিচালক জড়িত ছিলেন। এ প্রকল্পের কাজ কেন দেরি হয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি যাতে গতি বাড়ে।’’

প্রকল্পের ধীরগতি সম্পর্কে তিনি জানান, ডিপিপিতে অনুমোদনের তুলনায় ভূমির দাম বেশি রয়েছে। যার কারণে ভূমি অধিগ্রহণে বিলম্ব হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকায় সমন্বয় করতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এ জন্য প্রকল্পের কাজে ধীরগতি।

ঢাকা/শিয়াম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ র প রকল প র গ রহণ কর উপজ ল য় র জন য

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ