জনগণের ম্যান্ডেট ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য আর আসন ভাগাভাগির রাজনৈতিক খেলায় সিদ্ধিরগঞ্জকে একবার ৫ আসনে আরেক বার ৩ আসনে যুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: সাগর মল্লিক। 

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জবাসী এই ধরণের নোংরা আসন ভাগাভাগির খেলা প্রত্যাখ্যান করেছেন। 

তিনি বলেন, টোকাইদের নিয়ে ছাত্র প্রতিনিধি বানিয়ে এর বৈধতা দিয়ে দিবেন, সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতাকে এতোটা দুর্বল ভাববেন না। মনে রাখবেন সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতা শামীম ওসমানকে খেলায় পরাজিত করেছে। আর আপনারা তো শামীম ওসমানের সাথেই পারেন নাই, আমাদের সাথে খেলায় পারবেন তো? নির্বাচন কমিশনের দল ভিত্তিক ম্যাপিং করা আসন বিন্যাস প্রত্যাখান না করলে সিদ্ধিরগঞ্জ হয়ে উঠবে মাদক এবং টোকাইদের আশ্রয়স্থল। আসন ট্যাম্পারিং করে কাউকে এমপি হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১ থেকে ১০ টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও স দ ধ রগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

‌‘মানসিক ভারসম্যহীন’ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোণার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ছেলের আঘাতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিহত মোস্তফা মিয়া একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্তের নাম সাজ্জাদ মিয়া (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করেন এবং বিভিন্ন জায়গায় চলে যান। গতকাল শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোস্তফা মিয়া। সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ