নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
Published: 5th, September 2025 GMT
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিরাপত্তার খুঁটিতে ধাক্কা লেগে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নতুন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধা নিহত
সিলেটে ৪ যানের সংঘর্ষে যুবকের মৃত্যু
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০) ও ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।
ঘিওর থানার ওসি (তদন্ত) কহিনুর ইসলাম বলেন, ‘‘তিন বন্ধু মানিকগঞ্জ থেকে টাঙ্গাইলে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/চন্দন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।