হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। গত ৪ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরতুলাইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে। 

আরো পড়ুন:

৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকা

রুদ্ধশ্বাস ম্যাচে অল্পের জন্য বাঁচল আফগানিস্তান

একটি গানের চিত্রগ্রহণের জন্য দুই সঙ্গীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন কিউবি। এমন সময় ভাল্লুকটি আক্রমণ করে তার উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে তার ক্যামেরাম্যান ও অপর সঙ্গী অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান (জিবি) পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ। 

গায়িকার চিৎকারে ভাল্লুকটি পিছিয়ে যায় এবং পাশে অবস্থানরত বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন। তারপর দ্রত তাকে স্কারদুর আরএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন—গায়িকা এখন বিপদমুক্ত। 

এ ঘটনার পর জিবি সরকার দিওসাই ন্যাশনাল পার্কে রাতের ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন—“ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।” 

বিরল ব্রাউন ভাল্লুক দিওসাই অঞ্চলের স্থানীয় প্রজাতি, খাদ্যের সন্ধানে প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ ঘটন

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ