হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। গত ৪ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরতুলাইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে। 

আরো পড়ুন:

৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকা

রুদ্ধশ্বাস ম্যাচে অল্পের জন্য বাঁচল আফগানিস্তান

একটি গানের চিত্রগ্রহণের জন্য দুই সঙ্গীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন কিউবি। এমন সময় ভাল্লুকটি আক্রমণ করে তার উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে তার ক্যামেরাম্যান ও অপর সঙ্গী অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান (জিবি) পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ। 

গায়িকার চিৎকারে ভাল্লুকটি পিছিয়ে যায় এবং পাশে অবস্থানরত বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন। তারপর দ্রত তাকে স্কারদুর আরএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন—গায়িকা এখন বিপদমুক্ত। 

এ ঘটনার পর জিবি সরকার দিওসাই ন্যাশনাল পার্কে রাতের ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন—“ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।” 

বিরল ব্রাউন ভাল্লুক দিওসাই অঞ্চলের স্থানীয় প্রজাতি, খাদ্যের সন্ধানে প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ ঘটন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ