বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ সজিবের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক এমপি একে এম শামীম ওসমানের নামসহ ৪৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও একশ’ থেকে দেড়শ’ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

৪৫ জনের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান ছাড়াও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং থানা ছাত্রলীগের সভাপতি ও নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের নাম রয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে থানায় মামলাটি রুজু করা হয়। নিহত সজিবের বাবা মো.

সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শহীদদের সরকারি গেজেটে সজিবের নামের ক্রমিক নম্বর ৫৩৬। প্রায় এক বছর দেড় মাস পর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি নথিভুক্ত করে। 

মামলায় আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নিয়েছিলেন।

মামলার এজাহারে বাদী বলেন, সজিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আহসান উল্লাহ সুপার মার্কেটের ‘বিক্রমপুর হার্ডওয়ার’ দোকানে চাকরি করতেন।

ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করছিলেন। এতে ওই এলাকার দোকানপাট ও যানবাহন বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে দোকান বন্ধ হলে সজিব বাসায় না গিয়ে আন্দোলনে যোগ দেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিকল্পনায় এবং শামীম ওসমানের নেতৃত্বে অন্য আসামিরা নারায়ণগঞ্জে একাধিক গোপন বৈঠক করেন।

বৈঠকে আন্দোলন দমনে হামলার সিদ্ধান্ত হয়। পরে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান।

গুলিতে সজিব ঘটনাস্থলেই আহত হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, ২০২৪ সালের ২২ জুলাই তারিখে সজিবকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর শোক কাটিয়ে উঠে সালাউদ্দিন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদী অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা ও রাজনৈতিক চাপের কারণে মামলা করতে দেরি হয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা আসামিদের তালিকা :

১।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 

২।সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,

৩।সাবেক এমপি এ কে এম শামীম ওসমান,

৪।কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ ও  সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, 

৫।সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি,

৬।সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও নাসিক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল,

৭। শাহজাহান সাজু, আওয়ামী ভুমিদস্যু, (শামীম ওসমান ও শাহ নিজামের অর্থ যোগানদাতা, অস্ত্রধারী সন্ত্রাসী)

৮। নাজমুল আলম ফয়সাল, যুবলীগ ক্যাডার,

৯। মো: আবু সাইদ, ছাত্রলীগ ক্যাডার সিদ্ধিরগঞ্জ থানা,

১০। এমডি মুসা সুমন, ছাত্রলীগ ক্যাডার সিদ্ধিরগঞ্জ থানা,

১১। মো: শাহ আলম, ছাত্রলীগ ক্যাডার সিদ্ধিরগঞ্জ থানা,

১২। সেকুরুল ইসলাম ওরফে রিপন, ছাত্রলীগ ক্যাডার সিদ্ধিরগঞ্জ থানা,

১৩। আব্দুল মান্নান ওরফে মুন্না, সভাপতি ২নং ওয়ার্ড যুবলীগ সিদ্ধিরগঞ্জ থানা।,

১৪। মো: শাহ আলম, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ,

১৫। এম এ হোসাইন রাজ, যুবলীগ ক্যাডার,

১৬। মো: মামুন মিয়া, সাবেক সভাপতি কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ,

১৭। নিশাদ, ছাত্রলীগ ক্যাডার, 

১৮। হেলাল ফরাজী, যুবলীগ ক্যাডার ঢাকা মহানগর,

১৯। বাইজিদ মাহমুদ, ছাত্রলীগ ক্যাডার, ভুইঘর ফতুল্লা,

২০। সুমন ওরফে ফজলি সুমন, যুবলীগ ক্যাডার সাহেবপাড়া মিজমিজি সিদ্ধিরগঞ্জ থানা,

২১। শৈশব, যুবলীগ ক্যাডার, দক্ষিণ সানারপাড়, সিদ্ধিরগঞ্জ থানা,

২২। বাপ্পি ওরফে ইয়াবা বাপ্পি, যুবলীগ ক্যাডার, সাহেব পাড়া, সিদ্ধিরগঞ্জ থানা,

২৩। মকবুল হোসেন, যুবলীগ সন্ত্রাসী, সিদ্ধিরগঞ্জ থানা, 

২৪। মতিন, যুবলীগ ক্যাডার সিদ্ধিরগঞ্জ থানা,

২৫। লিটন, যুবলীগ ক্যাডার, নিমাই কাশারী মৌচাক, সিদ্ধিরগঞ্জ থানা, 

২৬। আবুল কাশেম ওরফে মাইক কাসেম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ,

২৭। মো: মামুন, যুবলীগ ক্যাডার, মিজমিজি পাইনাদি ( পূর্বপাড়া কবরস্থান মসজিদের পাশে) সিদ্ধিরগঞ্জ থানা, 

২৮। মো: ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ,

২৯। মো: কামাল, যুবলীগ ক্যাডার, আদমজীনগর সোনামিয়া বাজার,সিদ্ধিরগঞ্জ থানা।

৩০। মো: হান্নান, যুবলীগ ক্যাডার, আদমজীনগর সোনামিয়া বাজার,সিদ্ধিরগঞ্জ থানা।

৩১। মো: মান্না, যুবলীগ ক্যাডার, যুবলীগ ক্যাডার, আদমজীনগর সোনামিয়া বাজার,সিদ্ধিরগঞ্জ থানা।

৩২। মো: দীন মোহাম্মদ দীনু, যুবলীগ ক্যাডার, জালকুড়ি পশ্চিমপাড়া সিদ্ধিরগঞ্জ থানা, 

৩৩। জব্বার, আওয়ামী লীগ ক্যাডার, মুড়াপাড়া ইউনিয়ন রূপগঞ্জ থানা।

৩৪। কাজল, আওয়ামী লীগ ক্যাডার, মঙ্গলখালী উপজেলা রূপগঞ্জ থানা, 

৩৫। মোহাম্মদ আলী, আওয়ামী লীগ ক্যাডার, ব্রাক্ষণগাও (দেওয়ান বাড়ি) রূপগঞ্জ থানা,

৩৬। রিয়াজ, আওয়ামী লীগ ক্যাডার, মঙ্গলখালী উপজেলা রূপগঞ্জ থানা, 

৩৭। বাবু, যুবলীগ ক্যাডার, ব্রাক্ষণগাও (দেওয়ান বাড়ি) রূপগঞ্জ থানা,

৩৮। রাসেল, (সাবেক মেয়র আইভীর কর্মী) পশ্চিম দেওভোগ, সদর থানা নারায়ণগঞ্জ,

৩৯। মাখন বাবু, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, 

৪০। মো: আলম, ছাত্রলীগ ক্যাডার, ভুইগর ফতুল্লা থানা, 

৪১। শাহিদ, আওয়ামী লীগ সন্ত্রাসী, মধ্যসস্তা পুর ফতুল্লা থানা, 

৪২। নজরুল ইসলাম, আওয়ামী লীগের সন্ত্রাসী, মধ্যসস্তা পুর ফতুল্লা থানা,

৪৩। মো: রবিন, যুবলীগ ক্যাডার, গোদনাইল বাসস্ট্যান্ড রোড পদ্মা ডিপুর গেট সংলগ্ন, সিদ্ধিরগঞ্জ থানা, 

৪৪। মঞ্জুর হোসেন মনজিল, আওয়ামী লীগ ক্যাডার, গোদনাইল নয়াপাড়া, সিদ্ধিরগঞ্জ থানা, 

৪৫। মো: খোরশেদ আলম (খশু), আওয়ামী লীগের ক্যাডার, মধ্যসস্তা পুর ফতুল্লা।


 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য স দ ধ রগঞ জ শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ জ র স দ ধ রগঞ জ য বল গ ক য ড র র পগঞ জ থ ন শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ ম হ ম মদ সন ত র স মন ত র আওয় ম

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।

‎সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে শোডাউন করবে মহানগর বিএনপি
  • না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ