সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী বহু অপকর্মের হোতা আজিম সাউদ বিএনপির ছত্রছায়ায়
Published: 7th, September 2025 GMT
বৈষম্যবিরোধী একাধিক ছাত্র হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের পরিবারের সাথে গভির সর্ম্পক স্থাপনকারী কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতির অন্যতম সহযোগী ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বহু অপকর্মের হোতা আজিম সাউদ এখন বহাল তবিয়তে।
তিনি গোদনাইল বার্মাশীল এলাকার ফ্যাসিস্ট আওয়ামী নেতা-কর্মীদের বাঁচাতে বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পরেন। আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার রহমান সাউদের ছেলে। বর্তমানে বার্মাশীলসহ আশ-পাশ এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দলোনের সময় ছাত্র-জনতার উপর হামলা করে এখনও এলাকায় রয়েছে আজিম সাউদ। সে আজমির ওসমানসহ কারাগারে থাকা যুবলীগ সন্ত্রাসী মতির গুপ্তচর হয়ে গোদনাইল বার্মাশীলসহ আশ-পাশ এলাকায় গোপনে নিষিদ্ধ ঘোষিত আ.
তবে বুঝার কোন উপায় নেই। সকাল থেকে রাত উঠাবসা করে বিএনপি'র নেতা-কর্মীদের সাথে আর আওয়ামী নেতাকর্মীদের গোপন তথ্য দিয়ে সংগঠিত করছে বলে চাউর রয়েছে।
এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট আ.লীগের সরকারের আমলে আজমির ওসমানসহ সন্ত্রাসী মতির ছত্রছায়ায় আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করে। আজিম, আজমির ওসমানসহ মতির সেল্টার থাকায় আওয়ামী সরকারের সময় তাকে কেউ কোন কথা বলতে সাহস পায়নি।
আওয়ামী সরকারের সময় বিএনপি-জামাত বিরুদ্ধে বিভিন্ন মিছিলে যোগদান করেছিল আজিমসহ তার দোসরা। আওয়ামীলীগ সরকারের অবৈধ নির্বাচনেরও শামিম ওসমানের পক্ষে মিছিল মিটিং সমাবেশসহ নৌকার জন্য ভোট চেয়েছেন।
গত বছর ৫ আগষ্ট আ.লীগের সরকারের পতন হলে আজমির ওসমানের পরিবার ও সন্ত্রাসী মতিসহ তার বাহিনীর সাথে আত্মগোপনে চলে যায় আজিম।
পরে বিএনপি নেতা-কর্মীদের সাথে সর্ম্পক করে আবার এলাকায় চলে এসে বিএনপির রাজনীতিতে যোগ দেয়। এলাকাবাসীর দাবি এলাকার শান্তি বিনষ্টকারী আজিমসহ তার দোসরদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হোক।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ আজম র ওসম ন কর ম দ র সরক র র এল ক র ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন