সংবাদ প্রকাশের জেরে চবি সাংবাদিককে হুমকি-হেনস্তা
Published: 7th, September 2025 GMT
সংবাদ প্রকাশের জেরে বামপন্থি কয়েকজন নেতার বিরুদ্ধে রাইজিংবিডি ডটকমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি এম. মিজানুর রহমানকে হুমকি দেওয়াসহ হেনস্তা করার অভিযোগ উঠেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ডেকে রাইজিংবিডির চবি প্রতিনিধি এম. মিজানুরকে হেনস্তা করেন তারা।
আরো পড়ুন:
জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদে মিলাদুন্নবী পালিত
হেনস্তার বিষয় নিয়ে ক্যাম্পাসের কলা ঝুপড়িতে তাদের কাছে দুজন সাংবাদিক গেলে কথার একপর্যায়ে তারা ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি দেন।
প্রশাসনিক ভবনের সামনে নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার সাংবাদিক মিজানুরকে বলেন, “পরবর্তী কর্মসূচিতে আসলে নিজের পিঠে হলুদ সাংবাদিক লিখে আসবেন। গতকাল (৬ সেপ্টেম্বর) আমাদের কর্মসূচিতে আপনি ১ ঘণ্টা প্রশ্ন করে শুধু পেচাইছেন। কিন্তু পরবর্তীতে এমন নিউজ করলেন কেন?”
চবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া ওই সাংবাদিককে বলেন, “গতকাল বামপন্থি শিরোনামে আপনি নিউজটা করেছেন। কিন্তু এই নিউজ করছেন কেন? আমরা ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন করেছি, কিন্তু আপনি বামপন্থি হিসেবে নিউজে উপস্থাপন করেছেন কেন?”
উত্তরে সাংবাদিক বলেন, “আপনারা গতকাল প্রশাসনিক ভবনের সামনে তিন-চারজন ছিলেন, প্রক্টর অফিসের সামনে ১০ জনের মতো ছিলেন। আর তার মধ্যে অধিকাংশই বাম রাজনীতির নেতৃবৃন্দ। এ জন্য আমি তাদের ব্যানারটি নিউজে লিখে বামপন্থি বিষয়টা তুলে ধরেছি। নিউজে আপনাদের পাঁচজন নেতার নামও লিখেছি। এটা তো ভুলের কিছু নাই। আপনারা তো আপনাদের সত্ত্বাকে স্বীকার করেন।”
সেখানে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রিশাদ আমিন বর্ণ সাংবাদিককে বলেন, “আপনি ভিডিও নিউজে উপাচার্য কর্তৃক দুজন ছাত্রীর আইডি কার্ডের ছবি তোলার মূল বিষয়টি তুলে ধরেননি কেন?”
রাইজিংবিডির সাংবাদিক তাকে বলেন, “আমি যা ভিডিও করতে পেরেছি, তাই পাঠিয়েছি। আমি উপস্থিত থেকে যতটুকু পেরেছি, ততটুকু কাভার দিয়েছি। আপনাদের প্রচণ্ড বাকবিতণ্ডার মুহূর্তটা আমি তুলে ধরেছি।”
চবি সাংবাদিক সমিতি ভুক্তভোগী সাংবাদিককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে তাদের সঙ্গে কথা বলতে যান। সেখানে কথার একপর্যায়ে চবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, চবি বিপ্লবী ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়াসহ তাদের আরো কয়েকজন প্রকাশিত নিউজের জন্য ওই সাংবাদিককে মামলার হুমকি দেন।
পরে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হলে একপর্যায়ে মীমাংসা হয়। সেখানে বামপন্থি নেতারা ওই সাংবাদিককে হেনস্তার জন্য দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এম.
তিনি বলেন, “আমি বিষয়টি সাংবাদিক সমিতিতে জানায়। সমিতির পক্ষ থেকে তাদের কাছে ’হলুদ সাংবাদিক’ বলে হেনস্তার কারণ জানতে চাইলে কথার একপর্যায়ে জশদ জাকির ও ধ্রুব বড়ুয়ারা নিউজের জন্য আমার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দেন। যদিও কথাবার্তার একপর্যায়ে সুমাইয়া শিকদার আমাকে হেনস্তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে, আমি মনে করি, এমন ট্যাগিং-বুলিং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।”
অভিযোগের বিষয়ে সুমাইয়া শিকদার বলেন, “বর্তমানে আমরা অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আন্দোলন করছি। সেখানে উনি নিউজ করেছেন বামপন্থি শিক্ষার্থীরা। নিউজে ফ্যাক্ট চ্যাকিংয়ের বিষয়টা আসছে।”
“উনি আসার পর ওনাকে বলা হয়, ‘আপনি কেন এ রকম ভুল নিউজ করেছেন। সেখানে আমরা কয়েকজন ছিলাম। আমরা তো অধিকার সচেতন শিক্ষার্থী ব্যানারে করছি। সেখানে আরো সাধারণ শিক্ষার্থীও আছে। এতে আমাদের আন্দোলনটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।’ কিন্তু তিনি যখন বারবার বলেন, ‘কোনো ভুল করেনি’। তখন তাকে আমি এই কথা বলেছি।”
তিনি বলেন, “আমরা আন্দোলনের নেতৃত্বে থাকলেও এখানে আরো সাধারণ শিক্ষার্থী ছিল। এটা নিয়ে উনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনি উনার সঙ্গে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করেন।”
রাইজিংবিডি ডটকমে শনিবার প্রকাশিত ওই সংবাদের শিরোনাম ছিল চবির প্রশাসনিক ভবনে লেখা হলো ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’। এই সংবাদের জেরেই মূলত সাংবাদিকক মিজানুরকে হেনস্তা করা হয়।
প্রথম আলো, যুমনা টিভি, জাগো নিউজ, ইত্তেফাক, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে একই রকম শিরোনামে খবর প্রকাশিত হয়। এসব সংবাদমাধ্যমের মতো রাইজিংবিডি ডটকমেও ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কর্মসূচির কথা বলা আছে।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র একপর য য় ধ র ব বড় য় ব মপন থ প রক শ কর ছ ন র জন য ব ষয়ট
এছাড়াও পড়ুন:
১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’
ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনোরকমে এলাকা ছাড়েন তিনি।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ তিনি ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ‘স্বতন্ত্র প্রার্থী’ পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান। তাতে তিনি লেখেন, ১০ টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর একপর্যায় মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন।
‘স্বতন্ত্র এমপি প্রার্থী’ পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে যাওয়া রায়হান জামিল