ইউক্রেন যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারা
Published: 8th, September 2025 GMT
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারা। ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউরোপীয় নেতারা সোমবার বা মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। ইউরোপীয় নেতারা এর আগে সর্বশেষ গত ১৮ আগস্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন।
আরো পড়ুন:
প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা
রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের চিন্তা
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলবেন। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, তার প্রশাসন মস্কোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিষেধাজ্ঞা দেওয়ার ধারণাটি সঠিক। ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাশিয়া ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর পরপরই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রবিবার রাশিয়া ইউক্রেনে কমপক্ষে ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবনেও হামলা চালিয়েছে।
এ নিয়ে ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তিনি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নন।”
ট্রাম্প বলেন, “কিছু ইউরোপীয় নেতা সোমবার বা মঙ্গলবার পৃথকভাবে আমাদের দেশে আসছেন।” তবে তিনি কাদের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।
গত মাসে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের শীর্ষ সম্মেলনের পর থেকে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ তীব্র করেছে।
এবিসি নিউজের সাথে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “ইউরোপীয় অংশীদাররা রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রেখেছে, তা ন্যায্য নয়।”
তিনি আরো বলেন, “আমাদের রাশিয়া থেকে যেকোনো ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে এবং সেটা হোক রাশিয়ার সাথে যেকোনো চুক্তিও। আমরা যদি তাদের থামাতে চাই, তবে আমাদের কোনো চুক্তি হতে পারে না।”
জেলেনস্কি রাশিয়ার সাথে বাণিজ্যকারী দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার থিঙ্ক ট্যাঙ্কের মতে, ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া প্রায় ৯৮৫ বিলিয়ন ডলার তেল ও গ্যাস বিক্রি করেছে।
এই জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা চীন এবং ভারত। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি কেনা নাটকীয়ভাবে হ্রাস করেছে, তবে সম্পূর্ণরূপে বন্ধ করেনি। ব্রাসেলস ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারত থেকে পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে ভারত সরকার বলছে, তারা ভারতীয় জনগণের অর্থনৈতিক স্বার্থে তেল কেনার ‘সেরা চুক্তি’ অনুসরণ করবে। গত সপ্তাহে বেইজিংয়ে এক বৈঠকে রাশিয়া জানিয়েছে, তারা চীনে গ্যাস সরবরাহ বৃদ্ধি করবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টক বেসেন্ট এনবিসির মিট দ্য প্রেসকে বলেছেন, “রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আরো সমর্থন চাইছে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি শুল্ক বৃদ্ধি করে, তাহলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে এবং এটি রুশ প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে আসবে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ য ক তর ষ ট র ইউক র ন য ক তর ষ ট র ইউক র ন র ইউর প য় ইউর প য র ওপর
এছাড়াও পড়ুন:
সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী
২০১০ সালে ঢাকায় এসেছেন বান্দরবানের মেয়ে জৌপারী লুসাই। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন, ঘুণাক্ষরেও অভিনয়ে আসার কথা ভাবেননি। ২০১২ সালে এনটিভির টেলিফিল্ম শেষ বলে কিছু নেই দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান জৌপারী। তখন বিএএফ শাহীন কলেজে পড়তেন। এক বন্ধুর কাছে শুনলেন টেলিফিল্মে এক কিশোরী চরিত্রের জন্য শিল্পী খুঁজছেন নির্মাতা মেজবাউর রহমান। পরে অডিশন দিয়ে টিকে যান।
নিজেকে প্রথমবার ছোট পর্দায় দেখে রীতিমতো আপ্লুত হয়েছিলেন। সেই সময়ের অনুভূতিকে অনেকটা ‘প্রথম প্রেমে পড়ার’ মতো বললেন এই তরুণ অভিনেত্রী। টেলিফিল্মটি প্রচারের পর পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন, যেটি তাঁকে অভিনয়ে অনুপ্রাণিত করেছে।
‘রেহানা মরিয়ম নূর’ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর-এ মিমি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জৌপারী। এটি ২০২১ সালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান খেলনাছবির বিজ্ঞাপন করেছিলাম, সেখানে নির্মাতা সাদ ভাইও ছিলেন।’ খেলনাছবির সূত্র ধরেই সিনেমাটিতে কাজের সুযোগ পান তিনি। ২০১৭ সালে সিনেমার সঙ্গে যুক্ত হন, ২০১৮ সালে শুটিং করেন।
জৌপারী লুসাই বলেন, ‘সিনেমাটি করার আগে অভিনয় নিয়ে খুব একটা বুঝতাম না। সিনেমাটি করার পর অভিনয়কে সিরিয়াসলি নিই। তখন মনে হয়েছিল অভিনয় চালিয়ে যাব। সঙ্গে অভিনয় শিখবও।’
বঙ্গ অরিজিনাল সিরিজ বিএনজি-তে অভিনয় করে তরুণ দর্শকের কাছে পৌঁছেছেন জৌপারী। আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সারভাইভ-এও মূল চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি বলেন, ‘বিএনজি ও সারভাইভ দুটি কাজের জন্যই খুব ভালো রেসপন্স পেয়েছি। দুটি কাজ দেখে অনেকে আমাকে চিনেছেন।’
প্রায় এক যুগের ক্যারিয়ারে কোন কাজটিকে ‘টার্নিং পয়েন্ট’ বলবেন? জৌপারী বলেন, ‘আসলে এটা আমার পক্ষে বলা কঠিন। প্রতিটা কাজই মন থেকেই করি। আমি কাজ করে যেতে চাই, কাজটাকে ভালোবাসি।’
এর মাঝে অভিনয়ে নিজেকে শাণিত করতে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদের কর্মশালায় অংশ নেন জৌপারী। জামিল আহমেদ নির্দেশিত আমি বীরাঙ্গনা বলছি-এ একজন নির্যাতিতা পাহাড়ি নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
‘পারফেক্ট ওয়াইফ’ ইরা
২২ অক্টোবর মুক্তি পাওয়া চরকির ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ-এ একজন জাপানি তরুণী ইরার চরিত্রে অভিনয় করেছেন জৌপারী। ফিকশনটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ফিকশনটি মুক্তির পর ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে জৌপারী বলেন, ‘আমার পরিচিতদের মধ্যে যাঁরা কাজটা দেখেছেন, তাঁরা সবাই চরিত্রটা পছন্দ করেছেন। অনেকে বলেছেন, তুমি রোবট না মানুষ।’
সেলিমের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ভালো। কারণ, উনি আসলে অ্যাক্টিংটাকে দারুণভাবে ডিল করেন। খুবই আরাম করে আমি কাজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে পরিচালক অনেক ম্যাটার করে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ যে রকম আমাকে ছেড়ে দিয়েছিলেন, যেভাবে ইচ্ছা তুমি করো, ঠিক একইভাবে আমি বলব যে এই চরিত্রটা (ইরা) করতে গিয়ে আমি আমার মনে হয়েছে যে আমি আরও বেশি এনজয় করেছি।’
সব মাধ্যমে কাজ করতে চান
ওটিটি, প্রেক্ষাগৃহের সিনেমা থেকে টিভি নাটক—সব মাধ্যমেই কাজ করেছেন জৌপারী। তিনি বলেন, ‘টিভি হোক, ওটিটি হোক কিংবা সিনেমা—সব মাধ্যমেই অভিনয় করতে চাই।’
ক্যারিয়ারের প্রথম সিনেমা রেহানা মরিয়ম নূর-এর পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে এনামুল করিম নির্ঝরের একটি সিনেমার কাজ শেষ করেছেন, তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
অভিনয়কে পেশা হিসেবে নিতে চান জানিয়ে জৌপারী বলেন, ‘আমি অভিনয়ের কোন স্টেজে আছি, জানি না। তবে অভিনয়টা আমার প্রফেশন। আমার প্যাশনের জায়গাও। আমি এটা সারা জীবন করে যেতে চাই।’
সামনে কী করছেন? তিনি বলেন, এখনো কোনো কাজ চূড়ান্ত হয়নি, তবে কিছু কাজের কথাবার্তা চলছে। যদি সবকিছু কনফার্ম হয়, তাহলে তো সামনের বছর দেখা যেতে পারে।
জৌপারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমে পড়াশোনা করেছেন।