সাহসীকতার সাথে সৎ ও স্বচ্ছ সাংবাদিকতা করা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্যও উদাত্ত্ব আহবান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ঐতিহ্যের ধারক ও বাহক দৈনিক বাংলা পত্রিকার চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুুপুরে দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো, লতিফ আহমেদ আকাশ স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন, পেশাজীবি সংগঠন থেকে শুরু করে সাংবাদিকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অতিথিরা দৈনিক বাংলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন।  

অধ্যাপক মামুন মাহমুদও দৈনিক বাংলার কথা বলতে গিয়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটকালে যখন বাসায় পত্রিকা রাখতো তখন বাবাকে দেখতাম দৈনিক বাংলা পত্রিকা রাখতে। ছাত্র জীবনেও বিভিন্ন জায়গায় দৈনিক বাংলা দেখতাম। দৈনিক বাংলা ছিলো একটা ব্রান্ড। দৈনিক বাংলার নামে এখনো ঢাকায় একটি মোড় রয়েছে। 

দৈনিক বাংলা একটি জাতীয় দৈনিক এবং এই পত্রিকার নিউজের গুরুত্ব অনেক বেশী তাই আবেগের বসে কোন নিউজ না করে সত্য উদঘাটনমূলক সংবাদ পরিবেশন করতেও বলেন তিনি। 

দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো.

লতিফ আহমেদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিলউদ্দিন ভুইয়া, মো. কবির হোসেন, নুরহোসেন, বাবুল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলী, মোঃ রুবেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, সম্রাট আকবর।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন নিউ নেশন ও আলোকিত বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, বিজনেস বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস. কে মাসুদ রানা, দৈনিক সমকাল এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, কালের কন্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ, দৈনিক এশিয়া বাণী ও মুসলিম টাইমস সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ মো. খালিদ রাসেল, বিজয় টিভির জেলা প্রতিনিধি গাজী সোহেল, চ্যানেল এস এর প্রতিনিধি সাদ্দাম হোসেম মুন্না, দৈনিক স্বাধীনমত এর প্রতিনিধি সম্রাট আকবর প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন আহম দ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ফতেহপুর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার সকাল ৭টায় শুরু হয় এ মেডিকেল ক্যাম্প। কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখা।

এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ সকাল থেকেই সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে আসেন। চোখ, চর্ম, শিশু, নারী ও সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে রোগ অনুযায়ী দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। আয়োজকদের দাবি, সাড়ে তিন হাজারের মতো মানুষ সেবা নিয়েছেন এই কর্মসূচি থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডা. আলী আশরাফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমীর মাওলানা হাদিউল ইসলাম, কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরামের এইচআরডি সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা বাইতুলমাল সম্পাদক ও তদারককারী প্রফেসর আজিজুল হক প্রমুখ।

কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. রাসেল মাহমুদ। 

স্থানীয়ভাবে আয়োজনটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই বলেন, এমন উদ্যোগে গ্রামের সাধারণ মানুষ বিনা খরচে চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান