মাদক বিক্রেতার ‘সহযোগী’ হিসেবে যুবলীগ নেতা গ্রেপ্তার
Published: 10th, September 2025 GMT
মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের সময় তার পক্ষাবলম্বন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও তিনজন মাদক কারবারীকে ১৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন- গৌরনদী উপজেলা সদরের বাসিন্দা শাহ আলম বেপারী ছেলে জহিরুল ইসলাম (৩৩), কামাল হোসেন ছেলে তপু তালুকদার (৩১) ও আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মাজেদ মিয়া ছেলে শাহ আলম মিয়া (৩৫)।
ওসি জানান, অভিযানে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা এসআই মিলটন মন্ডল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এজাহারে জানা গেছে, মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজিরহাট বাজারের জলিল মোল্লার চায়ের দোকানের সামনে পুলিশের চেক পোস্ট বসে। সেসময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। ওই মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলামের প্যান্টের পকেট থেকে পঞ্চাশ পিস ও তপু তালুকদারের কাছ থেকে পনের পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়ার কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করেছেন। সে অনুযায়ী পুলিশ খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়াকে আটক করে তার ঘরে তল্লাশী চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ অভিযানের আগে থানা পুলিশ স্থানীয় ইউপি সদস্য শামিম মিয়াকে মাদক উদ্ধারের জন্য তল্লাশীর কাজে সহায়তার জন্য ডাকে। সেসময় আসামি শাহ আলম মিয়ার পক্ষাবলম্বন করে তাকে গ্রেপ্তারের বিরোধীতা করেন শামিম। এ কারণে মাদক বিক্রেতাদের সহযোগী হিসেবে পুলিশ শামিম মিয়াকেও গ্রেপ্তার করে।
ঢাকা/পলাশ/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর শ হ আলম ম য় উদ ধ র উপজ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট