আজ ফরিদপুরের ৩ মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
Published: 10th, September 2025 GMT
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তিনটি মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন এলাকাবাসী। ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা। বিশেষ করে তীব্র গরমে কষ্ট পাচ্ছে শিশুরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা ভাঙ্গার একাধিক স্থানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে- আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়। নতুন স্পট হিসেবে যোগ হয়েছে মাধবপুর ও নওপাড়া বাসস্ট্যান্ড।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ
৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু
হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদের যুবক আব্দুল করিম বলেন, “নির্বচন কমিশনের সিদ্ধান্ত আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। ভাঙ্গা উপজেলার ঐক্য ভাঙলে স্থানীয় সমস্যা সমাধান হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি না মানলে আন্দোলন আরো তীব্র হবে।”
হামিরদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সোহেল আহমেদ বলেন, “ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন আমাদের ভোটাধিকারকে প্রভাবিত করবে।”
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “আজকের অবরোধ গতকালের চেয়ে বেশি তীব্র। স্থানীয়রা দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সবদিক থেকে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ যথাসাধ্য শান্তি বজায় রাখার চেষ্টা করছে।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক গেজেট অনুসারে, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করা হয়েছে। স্থানীয়রা এই সিদ্ধান্তকে ভাঙ্গা উপজেলার অখণ্ডতা ভঙ্গকারী বলে মনে করছেন এবং দাবি করছেন, ভাঙ্গাকে পৃথক ফরিদপুর-৫ আসন হিসেবে পুনর্বহাল করা হোক। তাদের মতে, এই পরিবর্তন স্থানীয় প্রশাসনিক ও সাংস্কৃতিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ সড়ক অবর ধ উপজ ল র করছ ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট