পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি: ৩১ কোটি টাকা জরিমানা
Published: 10th, September 2025 GMT
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজিতে ২ ব্যক্তিকে ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকা জরিমানা
ইউসুফ ফ্লাওয়ারের নিরীক্ষকের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা তলব
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ওই বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া পদ গ্রহণ, চাকরি ও সিকিউরিটিজ লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করা থেকে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে ওই কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেখ ফারুক আহমেদকে ৩০ কোটি ৩২ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ঢাকা/এনটি/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি