ঢাবির সূর্যসেন হল সংসদে ভিপি স্বতন্ত্র আজিজ, জিএস শিবিরের জাবির
Published: 10th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হক এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান জাবির।
বুধবার গভীর রাতে উদয়ন স্কুল কেন্দ্রে সূর্যসেন হলের ঘোষিত ফলাফলে আজিজুল হক ও জাবিরের জয়ের তথ্য নিশ্চিত হয়।
আজিজুল হক স্বতন্ত্র নির্বাচন করেছেন। তিনি ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মনোয়ার হোসেন পেয়েছেন ৪৫২টি ভোট।
শিবির-সমর্থিত মোখলেছুর রহমান জাবির ৪৮২ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.
এজিএস পদে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সামিউল আমিন গালিব পেয়েছেন ২৬৯ ভোট।
সাহিত্য সম্পাদক পদে ৩৯৭ ভোট পেয়ে শিবিরের মোহাম্মদ মাহবুবুর রহমান, সংস্কৃতিক সম্পাদক পদে ৩১৫ ভোট পেয়ে ছাত্রদলের সাব্বির হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে ৪০৮ ভোট পেয়ে শিবিরের মোহাম্মদ ইমরান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে ৬৫৯ ভোট পেয়ে স্বতন্ত্র সুবহান আলী হৃদয়, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ৫০৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী রাসেল সরকার অন্তর এবং সমাজসেবা সম্পাদক পদে ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সাকিব।
সদস্য পদে ৩১৯ ভোট পেয়ে মো. রফিকুল ইসলাম, ৩১৩ ভোট পেয়ে মো. মুহায়মুন হোসেন, ৪৩৫ ভোট পেয়ে মো. রাফিউল ইসলাম রিফাত ও ৩৯০ ভোট পেয়ে জিতেছেন সাইয়েদুজ্জামান নূর আলভী।
ঢাকা/সৌরভ/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র প র র থ
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে