ঢাবির সূর্যসেন হল সংসদে ভিপি স্বতন্ত্র আজিজ, জিএস শিবিরের জাবির
Published: 10th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হক এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান জাবির।
বুধবার গভীর রাতে উদয়ন স্কুল কেন্দ্রে সূর্যসেন হলের ঘোষিত ফলাফলে আজিজুল হক ও জাবিরের জয়ের তথ্য নিশ্চিত হয়।
আজিজুল হক স্বতন্ত্র নির্বাচন করেছেন। তিনি ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মনোয়ার হোসেন পেয়েছেন ৪৫২টি ভোট।
শিবির-সমর্থিত মোখলেছুর রহমান জাবির ৪৮২ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.
এজিএস পদে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সামিউল আমিন গালিব পেয়েছেন ২৬৯ ভোট।
সাহিত্য সম্পাদক পদে ৩৯৭ ভোট পেয়ে শিবিরের মোহাম্মদ মাহবুবুর রহমান, সংস্কৃতিক সম্পাদক পদে ৩১৫ ভোট পেয়ে ছাত্রদলের সাব্বির হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে ৪০৮ ভোট পেয়ে শিবিরের মোহাম্মদ ইমরান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে ৬৫৯ ভোট পেয়ে স্বতন্ত্র সুবহান আলী হৃদয়, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ৫০৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী রাসেল সরকার অন্তর এবং সমাজসেবা সম্পাদক পদে ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সাকিব।
সদস্য পদে ৩১৯ ভোট পেয়ে মো. রফিকুল ইসলাম, ৩১৩ ভোট পেয়ে মো. মুহায়মুন হোসেন, ৪৩৫ ভোট পেয়ে মো. রাফিউল ইসলাম রিফাত ও ৩৯০ ভোট পেয়ে জিতেছেন সাইয়েদুজ্জামান নূর আলভী।
ঢাকা/সৌরভ/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র প র র থ
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।