খাগড়াছড়িতে যুবকের ২ হাতের কবজি কেটে দিল সন্ত্রাসীরা
Published: 11th, September 2025 GMT
খাগড়াছড়ির পানছড়িতে ময়নুল হোসেন ভুট্টো (৩৫) নামে এক যুবকের দুই হাতের কব্জি কটে ফেলেছে সন্ত্রাসীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানছড়ি সদরের দমদম এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার আগে ময়নুল হোসেন ভুট্টো ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। কিছু দূরে গেলে ৫-৬ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা ময়নুল হোসেন ভুট্টোর দুই হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে এলাকাবসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়।
আরো পড়ুন:
নিহত রাসেলের পরিবারের মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ২
গরু ধান খাওয়ার জেরে হামলায় গৃহবধূ নিহত
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রূপায়ন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।