বরগুনায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি
Published: 11th, September 2025 GMT
বরগুনার বেতাগী উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় জামায়াত নেতার পাঁচতলা ভবনের সব কয়টি তলায় তালা ভেঙে চুরি করে চোর চক্র।
এসময় বাড়িতে কেউ না থাকায় চোর চক্র চার ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
বেতাগী উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন বলেন, “বুধবার সকালে বাড়ির সবাই পাশের এলাকায় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যাই। এজন্য বাড়িটি ফাঁকা ছিল। চোর চক্র ফাঁকা বাড়ি পেয়ে তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। রাত ১১টার দিকে বাড়িতে এসে দেখি চুরি হয়েছে।”
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/ইমরান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।