নেপালে জেন-জির বিক্ষোভ-সহিংসতার মুখে কে পি শর্মা অলি সরকারের পতনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির সড়কে টহল দিচ্ছে সামরিক বাহিনীর সাঁজোয়া যান। সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। সামরিক চেকপয়েন্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র ও পরিচয় যাচাই করছে সেনারা। খবর কাঠমান্ডু পোস্টের।

জেন-জি বিক্ষোভকারীদের দাবি, তাদের অহিংস আন্দোলনকে কিছু সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী সহিংসতায় রূপ দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেটও একই কথা বলেছেন। তিনি জানান, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে জড়িত যে কাউকে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপালজুড়ে কারফিউ বহাল থাকবে।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই দিনের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি।

গত সোমবার ‘হিমালয়কন্যা’ নেপালে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী গুলি চালালে নজিরবিহীন সহিংসতা শুরু হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। তাকে সামরিক হেলিকপ্টারে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তিনি কোথায় আছেন, তা নিয়ে নানা গুঞ্জন আছে। প্রথম খবর রটে যে, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কাতারে আশ্রয় নিয়েছেন শর্মা অলি। কিন্তু পরে স্থানীয় সাংবাদিক প্রজ্জল অলি জানান, নেপালেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী। নেপাল স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রজ্জল অলি বলেন, প্রধানমন্ত্রী দেশ ছাড়েননি। এই মুহূর্তে সেনাবাহিনীর নিরাপত্তায় তাকে ব্যারাকে রাখা হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই মুহূর্তে অনেক মন্ত্রী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারা আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার মারধরের শিকার হন অলি সরকারের অনেক মন্ত্রী-এমপি। আগুন দেওয়া হয় পার্লামেন্ট, রাজনীতিকদের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনায়।

এদিকে, দেশের এই নেতৃত্বশূন্য পরিস্থিতিতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে নেপালে একটি অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সেনাপ্রধান অশোক রাজ সিগডেল বিক্ষোভকারী জেন-জি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ছাত্রনেতারা তাদের দাবির একটি নতুন তালিকা তৈরি করছেন বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আপাতত দুজনের নাম সামনে এসেছে। তাদের মধ্যে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, অন্যজন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সুশীলা ছিলেন নেপালের প্রথম নারী বিচারপতি। ইন্ডিয়া টুডে জানায়, জেন-জি আন্দোলনকারীরা সুশীলাকে তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পছন্দ করেছেন। তিনি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর সঙ্গে সংকট সমাধানের আলোচনায় অংশ নিতে পারেন। তাকে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান মনে করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র মন ত র

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ