নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

খাগড়াছড়িতে সড়ক দুঘর্টনায় ২ জনের মৃত্যু

অভয়নগরে মোটরসাইকেল সংঘর্ষে খুলনা মেডিকেলের চিকিৎসক নিহত

নিহত ইমন উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা। আহত নুর হোসেন রিফাত (২০) একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে।  

আহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত একসঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন। আজ সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করতে চৌমুহনী বাজার একালায় যাচ্ছিলেন। ঢাকা-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর পোল এলাকায় একটি ট্রাক  মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়েন।

এলাকাবাসী গুরুতর অবস্থায় ইমন ও রিফাতকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎ ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  

ঢাকা/সুজন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ