শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারতে ডাকসু জয়ী শিবির নেতারা
Published: 11th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত ছাত্রশিবির নেতারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ পুরো প্যানেলের সদস্যরা সেখানে যান। শহীদদের গণকবরের সামনে দোয়া ও মোনাজাত মাধ্যমে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
আরো পড়ুন:
ডাকসুতে বিজয়ী নারীদের ‘গৃহ দাসী’ বললেন ঢাবি শিক্ষার্থী
ঢাবির সূর্যসেন হল সংসদে ভিপি স্বতন্ত্র আজিজ, জিএস শিবিরের জাবির
এ সময় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”
নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করব।”
তবে তিনি অভিযোগ করে বলেন, “হিজাব ইস্যুতে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা। হল সংসদগুলোতেও অধিকাংশ পদে জিতেছে শিবির সমর্থিতরা।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।