জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ২১টি ভোটকেন্দ্রের মধ্যে মেয়েদের কেন্দ্রগুলোর কাস্টিং ভোটের প্রাথমিক তথ্য এসেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে। এরপর ব্যালট বাক্স সিলগালা করে নেওয়া হয়েছে সিনেট ভবনে সেখানে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

আরো পড়ুন:

জাকসু নির্বাচন: প্রগতিশীল চার প্যানেলের পুননির্বাচনের দাবি

জাকসুর নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২১টি আবাসিক হল। এর মধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। জাকসু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে প্রতিটি হলকে কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে একাধিক বুধ স্থাপন করে ভোটগ্রহণ করা হয়েছে।

জাকসুর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী একনজরে দেখে নেওয়া যাক, মেয়েদের ১০টি হলের কোনটিতে কত ভোট পড়েছে।

নওয়াব ফয়জুন্নেসা হলে মোট ভোটার ২৮০, কাস্ট হয়েছে ১৩৭ ভোট। ভোট পড়েছে ৪৮ শতাংশ।

বেগম খালেদা জিয়া হলে মোট ভোটার ৪০৯, কাস্ট হয়েছে ২৪৯ ভোট। ভোট পড়েছে ৬০ শতাংশ।

১৩ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫১৯, কাস্ট হয়েছে ২৯২ ভোট। ভোট পড়েছে ৫৬ শতাংশ।

বেগম সুফিয়া কামাল হলে মোট ভোটার ৪৫৬, কাস্ট হয়েছে ২৪৬ ভোট। ভোট পড়েছে ৫৩ শতাংশ।

জাহানারা ইমামন হলে মোট ভোটার ৩৬৭, কাস্ট হয়েছে ২৪৭। ভোট পড়েছে ৬০ শতাংশ।

প্রীতিলতা হলে মোট ভোটার ৩৯৬, কাস্ট হয়েছে ২৫০, ভোট পড়েছে ৬৩ শতাংশ।

১৫ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫৭১, কাস্ট হয়েছে ৩৫০, ভোট পড়েছে ৬১ শতাংশ।

রোকেয়া হলে মোট ভোটার ৯৫৫, কাস্ট হয়েছে ৬৭৫টি। ভোট পড়েছে ৭০ শতাংশ।

ফজিলাতুন্নেছা হলে মোট ভোটার ৮০৩, কাস্ট হয়েছে ৪৮৯, ভোট পড়েছে ৬০ শতাংশ।

তারামন বিবি হলে মোট ভোট ৯৮৫, কাস্ট হয়েছে ৫৯৫, ভোট পড়েছে ৫৭ শতাংশ।

মেয়ের ১০টি হলে ভোট হার প্রায় ৬০ শতাংশের মতো। ভোট গণনার প্রক্রিয়া চলছে।

ঢাকা/আহসান/সাব্বির/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে এ কেন্দ্র গত মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

আবেদনকারীরা বুধবার থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এ কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা আর দক্ষতা বাড়ানো।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়া করার কাজে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসাসংক্রান্ত সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন এ আবেদন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra এই ঠিকানায়।

সম্পর্কিত নিবন্ধ