দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপে জমকালো সূচনা করল পাকিস্তান। ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৩ রানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সালমান আলি আগার দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব শূন্যরানে ফিরলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দল। ফারহান ২৯ রানে আউট হলেও হারিস খেলেন দায়িত্বশীল ইনিংস। করেন ৪৩ বলে ৬৬ রান। শেষ দিকে ফখর জামান অপরাজিত ২৩ রানে ইনিংস গুছিয়ে নেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০। ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম ৩টি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন:

ওমানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল পাকিস্তান

টিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গে

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই ধ্বসে পড়ে ওমানের ব্যাটিং লাইনআপ। সাইম আইয়ুব বল হাতে নিয়েই ফিরিয়ে দেন প্রতিপক্ষ অধিনায়ক যতিন্দর সিং ও আমির কালীমকে। এরপর সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ ও অন্যান্য বোলাররা আক্রমণে যোগ দিলে ৫০ রান তুলতেই ৭ উইকেট হারায় ওমান। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। ইনিংস শেষ হয় ১৬.

৪ ওভারে।

বল হাতে পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। আবরার আহমেদ, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ ভাগ করে নেন বাকি উইকেট।

প্রথম ম্যাচে এমন একতরফা জয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান পরের ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সেখানেও কি প্রভাব বিস্তার করতে পারবে তারা?

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ