চার বছরের ফুটফুটে শিশু মোসা জান্নাতুল। এখনো কিছুই বুঝার বয়স হয়নি তার। বেঁচে থাকা আর মরে যাওয়ার স্বাদও বুঝে না শিশুটি। যে বয়সে পুরো পরিবার মাতিয়ে রাখার কথা সে বয়সেই কখনো  হাসপাতালের বেডে কখনো বা বাড়ীর বিছানায় কাতরাতে হচ্ছে।

কারণ ছোট্ট শিশু কচি  শরীরে  ফুটন্ত  গরম পানিতে  জ্বলসে গেছে মাথা, মুখ মন্ডল,শরীর ও দু হাত। চিকিৎসার ব্যয়ভার বহনে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে পরিবারটিকে। 

শিশু মোসা জান্নাতুল ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের খোঁজপাড়ার আব্দুল হাইয়ের ভাড়াটিয়া বালু টানার শ্রমিক মো সুমন মিয়ার মেয়ে।

শিশুটির বাবা সুমন মিয়া জানান, গত ২০ দিন পূর্বে  দুপুর একটার দিকে তার শিশু মেয়ে ঘর থেকে বের হলে পাশের রুমের এক মহিলার সাথে ধাক্কা লাগে। ঐ মহিলার হাতে ছিলো ফুটন্ত  গরম পানি ভর্তি পাতিল। যা তার মেয়ের শরীরে পরে যায়। এতে তার মেয়ের মাথা মুখ-মন্ডল ও শরীর এবং হাত জ্বলসে যায়। প্রথমে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বার্ণ ইউনিটে তাকে ভর্তি করানো হয়। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়।

ইতিমধ্যেই অর্ধ লাখ টাকা ব্যায় হয়েছে চিকিৎসার পিছনে। চিকিৎসার জন্য ব্যয় করা টাকা তাকে মানুষের নিকট থেকে হাওলাত করতে হয়েছে। 

ডাক্তার বলেছে সাত দিন পরপর হাসপাতালে নিয়ে যেতে। মূখমন্ডলের দিকট বেশ জ্বলসে গেছে মাথার চুলের একাংশের ও একই অবস্থা। চিকিৎসা চলবে আরো কতোদিন তা তিনি বা ডাক্তার নিশ্চিত করে বলতে পারেনা। 
তাই সবার কাছে অনুরোধ করছি শিশুটির সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বৃত্তবানদের এগিয়ে আসার জন্য।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ বলস

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ