ফতুল্লায় জলাবদ্ধতায় জীবন যাত্রা স্থবির
Published: 13th, September 2025 GMT
ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড অন্তর্ভুক্ত লালপুর-পৌষাপুকুর এলাকায় জলাবদ্ধতায় জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। গত দুদিন পূর্বের এক ঘন্টার বৃস্টিতে তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা-ঘাট। বাসা বাড়ীতে প্রবেশ করেছে নোংরা ময়লাযুক্ত পানি। কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে রাস্তা তলিয়ে গেছে।
সেই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই নানা দূর্ঘটনার শিকার হচ্ছে অটোরিক্সা, মিশুক চালকরা। ইতিমধ্যেই এরকমই একটি দূর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লালপুর -পৌষাপুকুর পাড় এলাকার বাসীন্দাদের অনেকেই তাদের কস্টের কথা তুলে ধরেছেন।
স্থানীয়রা জানায়, বছরের বছর ধরে তাদের এ সমস্যা। সামান্য বৃস্টিতেই রাস্তা ডুবে যায় বাসা বাড়ীতে পানি প্রবেশ করে।
কোরবানি ঈদ হলে তাদের কে গরু জবাই দিতে হয় বাসার ছাদে কেউ কেউ আবার পাশের এলাকায় গিয়ে কোরবানি দিয়ে পরে মাংস বাসায় নিয়ে আসে। মসজিদের নিচতলায় পানি প্রবেশ করলে মাইকে আজান দিতে পারেনা মুয়াজ্জিন। কবরস্থানও তলিয়ে যায় পানিতে।
রাস্তায় চলাচলকারী মিশুক, অটোরিক্সা, মোটর সাইকেল প্রায় দূর্ঘটনার শিকার হয়। কখনো কখনো রাস্তার পাশে ডোবা, পুকুরেও রিক্সা,মিশুক রাস্তা থেকে ছিটকে গিয়ে গিয়ে ডুবে যায়।
বর্ষাকালে রাস্তায় নৌকা, ভ্যান গাড়ী চলাচল করে। এ এলাকায় এখন আর মানুষ বসবাস করতে চায়না। স্থানীয় অনেকেই বাড়ী ভাড়া দিয়ে অনত্র চলে গেছে। আবার ভাড়াটিয়ারাও থাকতে চায়না। তারা ও অন্য এলাকায় ভাড়া চলে যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় সড়ক গুলি ডুবে হাঁটু পানি দেখা গেছে। ফলে ব্যটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলে যাতায়াতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া পাকা সড়ক গুলি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। আর বাড়ীর আশে পাশে বৃষ্টির পানি থৈ থৈ করছে।
জলাবদ্ধতার কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ।নানা ধরনের বিষাক্ত পোকার আতংকে দিন পার করছেন মানুষ। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। মশার উৎপাত তো রয়েছেই।
ঘরের মেঝেতে পানি উঠে যাওয়ায় বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা ঘরের ভেতর ঢুকে পড়ছে। ফলে শিশু সহ সব বয়সের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
চতূর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী রুমানা বলেন,ঘরের ভিতরে পানি থইথই করছে। বাইরে গিয়ে খেলা করতে পারচ্ছি না। এবং আমার পায়ে চুলকানি হয়েছে। স্কুলে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে।
মিশুক চালক সোলেয়মান জানান, তিনি কিস্তি তুলে ও গ্রামের বাড়ীর জায়গা বন্ধক রেখে ব্যাটারী চালিত একটি মিশুক ১ লাখ ৩০ হাজার টাকা তৈরি করেছেন। তার ভাড়াটিয়া বাসার ভিতরই গাড়িটি রাখতেন।
এক রাতের বৃস্টিতে রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি ভাড়া বাড়ীতেও পানি প্রবেশ করে। ফলে মটর জ্বলে যায়। কোনমতে সেই মিশুক পঞ্চবটী এলাকায় নিয়ে গিয়ে একটি রিক্সার গ্যারেজে রেখে মটর মেরামত করে চালাচ্ছি।
তিনি বলেন, লালপুর, পৌষাপুকুর পাড় এলাকায় ব্যাটারীচালিত মিশুক,অটো রিক্সা চলাচল করলে তা অতি দ্রুতই ভেঙ্গে যায়।
স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, তারা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে। একটা বাধ ছিলো সেটা ইসদাইর এলাকার ভিতরে পানি জমে থাকায় তারা সেটা কেটে দিয়েছে। ফলে লালপুর- পৌষাপুকুর এলাকায় সেই পানিগুলো এসে নতুন করে রাস্তা- ঘাট তলিয়ে দিয়েছে।
তাদের সাথে আলোচনা করে আবারো আজ বাধ দেওয়া হবে। স্থানীয়বাসীর ভোগান্তি লাগবে জেলা প্রশাসক ( ডিসি) ইতিমধ্যেই সরজমিনে এসে দেখে গেছেন এবং সমস্যা দূরীকরণে সরকারী উর্ধ্বতন মহলের সাথে কথা বলে কাজ করে যাচ্ছেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ভ তর এল ক য় র এল ক
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে