দুই বছর পর সহিংস মনিপুরে পা রেখে শান্তির বার্তা মোদির
Published: 13th, September 2025 GMT
‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না’ হিংসা কবলিত মনিপুরে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর পা রেখে এভাবেই শান্তির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মিজোরামের আইজলে রেল প্রকল্প উদ্বোধন করার পরে মণিপুরের আইজলে পৌঁছান তিনি।
২০২৩ সালে শুরু হয়েছিল মণিপুরে সহিংসতা। তারপর থেকে বিরোধীরা একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে না যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন। অবশেষে, দু’বছর পরে সেই মণিপুরে পা রাখলেন মোদি।
শনিবার সফরের শুরুতেই মোদি দেখা করেন দুই বছরের সহিংসতায় ঘরছাড়াদের সঙ্গে। চুড়াচাঁদপুর ছিল সহিংসতার কেন্দ্রস্থল। এখানে মৃত্যু হয় ২৬০ জনের। ভারী বৃষ্টিপাতের কারণে ইম্ফল বিমানবন্দর থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার ভ্রমণ করেন প্রধানমন্ত্রী। চুড়াচাঁদপুরে পৌঁছে মণিপুরকে ‘সাহস ও দৃঢ়তার ভূমি’ বলে প্রশংসা করেন তিনি। পরে মোদি চুড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে বয়স্ক এবং শিশুদের সঙ্গে দেখা করেন।
চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। অতীত হিংসার অতীত স্মরণ না করেও এদিন মোদি বলেন, “মণিপুর- যে মাটি একসময় আশা ও স্বপ্ন বুনত, তা হিংসার কবলে পড়ে যায়৷ কোনো জায়গার উন্নতিসাধন করতে হলে, সত্য এবং বিচারের পাশাপাশি শান্তিও প্রয়োজন।”
উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়ন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানিয়ে মোদি বলেন, “উন্নয়নের জন্য শান্তি জরুরি।”
চূড়াচাঁদপুরের সভায় মোদি বলেন, “আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে। তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। গত ১১ বছরে একাধিক সংঘাত হয়েছে এখানে। তবে মানুষ শান্তির পথই বেছেছেন। আমি সব সংগঠনের কাছে আর্জি জানাচ্ছি, যেন তারা একসাথে শান্তিতে থাকেন, নিজেদের স্বপ্নপূরণ করেন এবং নিজেদের সন্তানের জন্য আরো ভাল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।”
২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মণিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “গত ১১ বছরে মণিপুরে ৩ হাজার ৭০০ কোটি টাকার হাইওয়ে তৈরি হয়েছে। ৮ হাজার ৭০০ কোটি টাকার হাইওয়ে তৈরির কাজ চলছে। আমাদের সরকারে মণিপুরে রেল যোগাযোগ বাড়ানো হয়েছে। শিগগিরই ইম্ফলকে জুড়ে দেওয়া হবে রেলের সঙ্গে। এর জন্য ২২ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার। রেল-রোড বাজেট আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। শহরের পাশাপাশি রাস্তা তৈরি করা হচ্ছে গ্রামেও। আজ মণিপুরের সমস্ত মানুষ বিদ্যুৎ ও নলবাহিত জলের সুবিধা পান। যেটা একটা সময়ে ভাবা যেত না। একটা সময় ছিল, যখন দিল্লিতে প্রকল্প ঘোষণা হলেও এখানে পৌঁছতে পৌঁছতে দশক পেরিয়ে যেত। তবে আমাদের সরকার সেই ধারা বদলে দিয়েছে। সরকারের দৌলতে পাহাড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক হাসপাতাল।”
এদিকে মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে শনিবার ইম্ফলে তীব্র উত্তেজনা ছড়ায়। ২০২৩ সালের জাতিগত সংঘাতের পর এটাই মোদির প্রথম সফর হলেও কংগ্রেস তা প্রবলভাবে সমালোচনা করে এবং ইম্ফলে ব্যাপক বিক্ষোভ দেখায়। ঐতিহাসিক কাঙ্গলা ফোর্টের অদূরে, মণিপুর কংগ্রেস ভবনের সামনে সকাল থেকে দলীয় কর্মীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল পোস্টার—“বিজেপি শাসনে মণিপুর জ্বলছে” এবং “সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করো”। পুলিশ দ্রুত মোতায়েন হয়ে কংগ্রেস কর্মীদের পার্টি কার্যালয়ের ভেতরে আটকে দেয়, যাতে তারা কাঙ্গলা ফোর্টে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের দিকে মিছিল করতে না পারেন। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী এনে সমগ্র এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে পোস্ট করে লিখেছেন, “৮৬৪ দিন ধরে হিংসা চলছে: ৩০০ জন প্রাণ হারিয়েছেন, ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত, এক হাজার ৫০০-এর বেশি আহত। এর মধ্যে প্রধানমন্ত্রী ৪৬টি বিদেশ সফর করেছেন, কিন্তু মণিপুরে নিজের নাগরিকদের পাশে দাঁড়াতে আসেননি। শেষবার তিনি এসেছিলেন জানুয়ারি ২০২২-এ—নির্বাচনের সময়!”
প্রিয়াঙ্কা গান্ধীও কটাক্ষ করে বলেন, “ওর অনেক আগেই আসা উচিত ছিল। দুঃখজনক যে এতদিন ধরে মানুষকে কষ্ট ভোগ করতে দিলেন, এত মানুষ মারা গেলেন, এত পরিবার ধ্বংস হয়ে গেল। এরপর তিনি এলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
উল্লেখ্য ২০২৩ সালের মে মাস থেকে সংরক্ষণ ইস্যুতে মূল উপত্যকার মেইতেই উপজাতি ও পাহাড়ি কুকি উপজাতির মধ্যে সংঘর্ষ বাধে। দীর্ঘদিন ধরে চলা সেই সংঘর্ষে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়। নগ্ন করে প্যারেড থেকে শুরু করে ধর্ষণের শিকার হন নারীরা। গৃহহীন হন প্রায় ৫০ হাজার মানুষ। ক্রমবর্ধমান অশান্তির জেরে মুখ্যমন্ত্রী এন.
সুচরিতা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য মণ প র সরক র
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫