মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ট্রাম্প
Published: 13th, September 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এর পূর্বশর্ত হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শনিবার তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রান্সআটলান্টিক জোটের সদস্যদের যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার পেট্রোলিয়াম কেনার জন্য চীনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করার পরামর্শও দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “যখন ন্যাটোর সব দেশ সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখন আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।”
ট্রাম্প অভিযোগ করেছেন, যুদ্ধে জয়লাভের জন্য জোটের প্রতিশ্রুতি ‘১০০ শতাংশেরও কম’ এবং কিছু ন্যাটো সদস্যের রাশিয়ান তেল কেনাকে তিনি ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, “যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে এবং সবার জীবন রক্ষা পাবে! যদি না হয়, তাহলে আপনারা আমার সময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সময়, শক্তি এবং অর্থ নষ্ট করছো।”
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার অনুসারে, চীন ও ভারতের পরে ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার তেল পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। রাশিয়ার তেল ক্রয়কারী অন্যান্য ন্যাটো সদস্যদের মধ্যে রয়েছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র উপর সদস য
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।