সারের নির্ধারিত মূল্য নিয়ে অপপ্রচার দুঃখজনক: কৃষি মন্ত্রণালয়
Published: 14th, September 2025 GMT
সার আমদানিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করায় কিছু মহল উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে সার আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সারের জন্য প্রতিটি দেশে একক মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সকল আমদানিকারকের জন্য সমভাবে প্রযোজ্য। এতে কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের সুযোগ নেই।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের স্বচ্ছ ও দৃঢ় অবস্থানের ফলে সার আমদানিতে অতীতে সক্রিয় কিছু সিন্ডিকেট তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে এসব মহল এখন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এতে আরো উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছে। কৃষি মন্ত্রণালয় এর অন্যতম অংশীদার হিসেবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।
সার্বিক স্বচ্ছতা নিশ্চিতে কৃষি মন্ত্রণালয় গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত এক বছরে কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে শাকসবজি, আলু, পেঁয়াজ, ধান, আমসহ বিভিন্ন ফসল ও ফলের বাম্পার ফলন হয়েছে। এমনকি প্রতিকূল সময়েও সার সরবরাহ অব্যাহত থাকায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/এএএম/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।