আত্মবিশ্বাসে ভরপুর তিনটি সিরিজ জয়ের পর এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে সূচনা আশাব্যঞ্জক হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে ভেঙে পড়েছে সেই ছন্দ।

শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ব্যাটিং বিপর্যয়ে শুরুতেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাকের আলি আর শামিম হোসেনের জুটি লড়াই চালিয়ে দলকে দাঁড় করায় ১৪০ রানের লক্ষ্যে। তবে সেটি শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেনি। সহজেই জয় তুলে নেয় লঙ্কানরা।

আরো পড়ুন:

আজ মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধ

শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী বাংলাদেশ

ফলে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লিটন দাস–মুস্তাফিজরা। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আফগানিস্তান শীর্ষে, আর শ্রীলঙ্কা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

কীভাবে সম্ভব হবে সুপার ফোর?
বাংলাদেশের সামনে এখন কেবল একটি পথ- আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয় কামনা করে। যদি এমন হয়, তাহলে শ্রীলঙ্কা যাবে ৬ পয়েন্টে, বাংলাদেশ থাকবে ৪ পয়েন্টে আর আফগানিস্তান ২ পয়েন্টে বিদায় নেবে।

কিন্তু যদি আফগানিস্তানের কাছে হেরে বসে টাইগাররা, তবে কার্যত শেষ হয়ে যাবে সব আশা। একমাত্র ব্যতিক্রম ঘটতে পারে যদি হংকং কোনো অঘটন ঘটিয়ে শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারাতে সক্ষম হয়। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমান পয়েন্ট হবে, আর তখন ভাগ্য নির্ধারণ করবে নির্মম নেট রানরেট।

সব মিলিয়ে, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক জটিল সমীকরণের মোড়ে। নিজেদের খেলায় জয়ের বিকল্প নেই, আর বাকি নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর। টাইগাররা কি পারবে সব বাধা পেরিয়ে জায়গা করে নিতে সুপার ফোরে? সেটাই এখন কোটি ভক্তের প্রতীক্ষার প্রশ্ন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ