ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী: নেতানিয়াহু
Published: 14th, September 2025 GMT
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও টেকসই।
দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেছেন। সেখানে তারা ওয়েস্টার্ন ওয়ালে একসাথে প্রার্থনা করেছেন।
নেতানিয়াহু সাংবাদিকদের জানিয়েছেন,পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সফর মার্কিন-ইসরায়েলি সম্পর্কের স্থিতিশীলতা প্রদর্শন করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম অনুসারে নেতানিয়াহু বলেছেন, “আমরা যে ওয়েস্টার্ন ওয়াল স্পর্শ করেছি তার পাথরের মতো শক্তিশালী এবং টেকসই” হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক।
তিনি বলেছেন, “(মার্কিন) প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর অধীনে, এই জোট কখনো এত শক্তিশালী হয়নি এবং আমরা এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”
ইসরায়েল সফরের আগে রুবিও জানিয়েছিলেন, কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে আমেরিকা ‘খুশি নয়’ কিন্তু এটি মার্কিন-ইসরায়েলি সম্পর্কের ‘প্রকৃতি পরিবর্তন করবে না।’
প্রসঙ্গত, মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।