ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের মামুলি সংগ্রহ
Published: 14th, September 2025 GMT
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা। ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির টর্নেডো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায়। জিততে ভারতকে করতে হবে ১২৮ রান।
ব্যাট হাতে পাকিস্তানের শাহিবজাদা ফারহান ৪৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৪০ রান। মাত্র ১৬ বলে ৪ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন শাহীন। তার স্ট্রাইক রেট ছিল ২০৬.
আরো পড়ুন:
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
আজ মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধ
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রানে নেন আরও দুটি উইকেট।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারত ও পাকিস্তান যে-ই জিতবে আজকের ম্যাচ তারা এগিয়ে যাবে সুপার ফোরের পথে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।