Risingbd:
2025-09-17@21:07:39 GMT

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Published: 16th, September 2025 GMT

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জের একটি বাসা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার হয়।

এলাকাবাসীর ধারণা, সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতের কোনো এক সময় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে মা-ছেলেকে হত্যা করে পালিয়ে গেছে। 

আরো পড়ুন:

‘মেয়েটার কান্না থামল, এভাবে থামবে ভাবিনি কোনোদিন’

শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস শাকুর বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনই বলা যাচ্ছে না। নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

নিহতরা হলেন- উপজেলা সদরের সাদুল্যাপুর বটতলা গ্রামের  কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী ৮ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। বাড়িতে তার স্ত্রী ও ছেলে থাকতেন। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল। আজ মঙ্গলবার সকালে রাজমিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন।

সাড়া শব্দ না পেয়ে তারা বিষয়টি নিহত রানীর মাকে জানান। পরে রানীর মা সেখানে গিয়ে তার মেয়ে ও নাতিকে ডাকাডাকি করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় রানী বেগমে রক্তাক্ত লাশ বাড়ির বারান্দায় এবং ইমরানের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য উদ ধ র

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ