দিনাজপুরে টানা ৪ দিনের বৃষ্টিতে ভোগান্তি
Published: 16th, September 2025 GMT
দিনাজপুরে টানা চারদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ঝিরিঝিরি থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন শহরের সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে ছোটখাটো জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বাজারের ব্যবসায়ীরা।
শহরের অনেক এলাকায় হাঁটু সমান পানি জমে রিকশা ও ভ্যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষকে ভিজে কষ্টে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
এদিকে, বৃষ্টিতে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলার বিভিন্ন মাঠে আমন ধান ও শাকসবজির ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। অনেকে বলছেন বৃষ্টি ফসলের জন্য আশির্বাদ।
বিরামপুর উপজেলার কৃষক আবেদ আলী বলেন, “এবার আমন ধান চাষ করেছি। ফলন অনেকটা ভাল হয়েছে। মাঠে বৃষ্টির প্রয়োজন আছে। তবে যদি চাহিদার তুলনায় বেশি বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে।”
জেলার হিলি বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “হাট-বাজারে ক্রেতা সমাগম অনেক কমে গেছে। টানা বৃষ্টিতে দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বেচাবিক্রি তেমন নেই, এভাবে চললে আমরা চলব কী করে?”
স্কুল পড়ুয়া তাসমিন, তামিন ও আকাশসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলে যেতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির কারণে সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে না শিক্ষার্থীরা।
ভ্যানচালক আহসান হাবীব বলেন, “কয়দিন থেকে বৃষ্টি লেগেই আছে। এভাবে বৃষ্টি হলে আমাদের পেটে ভাত জুটবে কী করে? রাস্তায় লোকজন পাচ্ছি না, যাত্রী না পেলে কামাই হবে কী করে?”
তবে দীর্ঘদিনের খরার পর এ বৃষ্টিকে অনেক কৃষক আশীর্বাদ হিসেবেও দেখছেন। তাদের আশা, পর্যাপ্ত পানি থাকায় মৌসুমি ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
ঢাকা/মোসলেম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা