দিনাজপুরে টানা চারদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। 

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ঝিরিঝিরি থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন শহরের সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে ছোটখাটো জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বাজারের ব্যবসায়ীরা।

শহরের অনেক এলাকায় হাঁটু সমান পানি জমে রিকশা ও ভ্যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষকে ভিজে কষ্টে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। 

এদিকে, বৃষ্টিতে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলার বিভিন্ন মাঠে আমন ধান ও শাকসবজির ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। অনেকে বলছেন বৃষ্টি ফসলের জন্য আশির্বাদ। 

বিরামপুর উপজেলার কৃষক আবেদ আলী বলেন, “এবার আমন ধান চাষ করেছি। ফলন অনেকটা ভাল হয়েছে। মাঠে বৃষ্টির প্রয়োজন আছে। তবে যদি চাহিদার তুলনায় বেশি বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে।”

জেলার হিলি বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “হাট-বাজারে ক্রেতা সমাগম অনেক কমে গেছে। টানা বৃষ্টিতে দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বেচাবিক্রি তেমন নেই, এভাবে চললে আমরা চলব কী করে?”

স্কুল পড়ুয়া তাসমিন, তামিন ও আকাশসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলে যেতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির কারণে সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে না শিক্ষার্থীরা।

ভ্যানচালক আহসান হাবীব বলেন, “কয়দিন থেকে বৃষ্টি লেগেই আছে। এভাবে বৃষ্টি হলে আমাদের পেটে ভাত জুটবে কী করে? রাস্তায় লোকজন পাচ্ছি না, যাত্রী না পেলে কামাই হবে কী করে?”

তবে দীর্ঘদিনের খরার পর এ বৃষ্টিকে অনেক কৃষক আশীর্বাদ হিসেবেও দেখছেন। তাদের আশা, পর্যাপ্ত পানি থাকায় মৌসুমি ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ