সালমান খানের ভাই সোহেল খান ও বলিউড অভিনেত্রী হুমা কুরেশির প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে। বছর দুয়েক আগে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, সোহেল খান ও সীমা সচদেবের ডিভোর্সের নেপথ্যে নাকি হুমা কুরেশি! ওই সময়ে তাঁর কারণেই সোহেলের বিচ্ছেদ হয়েছে—এমন কটাক্ষও শুনতে হয়েছে হুমাকে। কিন্তু কটাক্ষ, সমালোচনার মুখে ‘টুঁ’ শব্দটি করেননি অভিনেত্রী। এবার চুপিসারেই বলিউডের অভিনয় প্রশিক্ষকের সঙ্গে আংটি বদল করে বাগ্‌দান সারলেন হুমা কুরেশি! যদিও অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে জল্পনার সূত্রপাত তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকেই। খবর হিন্দুস্তান টাইমসের

কার বাগ্‌দত্তা হলেন হুমা? কৌতূহল অস্বাভাবিক নয়! বলিউডমাধ্যম সূত্রে খবর, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী। আর বলিপাড়ায় সে খবর চাউর হয়েছে উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধু আকসা সিংয়ের মাধ্যমে। আকসা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই রচিত ও হুমাকে রং মিলান্তি কালো পোশাকে দেখা গেল। আকসার ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।’

এই ছবি উসকে দিয়েছে বাগ্‌দানের গুঞ্জন। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।

আরো পড়ুন:

হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত 

নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।

এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ