গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ি থেকে সিফাত ইসলাম (২৫) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সিফাত ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। তাঁর দুই বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে এক বছর বয়সী একটি শিশুসন্তান আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে সিফাত ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত তিনটার দিকে হঠাৎ সিফাতের স্ত্রী আঞ্জুমান আরা চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে সিফাতের বাবা বাইরে গিয়ে দেখেন, গোয়ালঘরের সঙ্গে লাগোয়া একটি উন্মুক্ত কক্ষের আড়ার সঙ্গে সিফাতকে ঝুলে আছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে সিফাত মুঠোফোন ব্যবহার করছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাত তিনটার দিকে ঘুম ভাঙলে দেখেন তাঁর পাশে সিফাত নেই। তাঁকে খুঁজতে শোবার ঘর থেকে বাইরে আসেন এবং সিফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি চিৎকার করে সবাইকে বিষয়টি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ