নিজস্ব ফাইভ–জি নেটওয়ার্ক চালুর পথে ইলন মাস্কের স্পেসএক্স
Published: 16th, September 2025 GMT
ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান একোস্টারের কাছ থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলারের বিনিময়ে ওয়্যারলেস তরঙ্গ কিনতে চুক্তি করেছে। এই তরঙ্গ ব্যবহার করে স্টারলিংকে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক যুক্তের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের এ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে স্পেসএক্সের নিজস্ব ফাইভ–জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা তৈরি হলো।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক বাজারে ভেরাইজন, এটিঅ্যান্ডটি ও টি-মোবাইলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রভাব রয়েছে। আর তাই স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট–নির্ভর প্রতিষ্ঠানের পাশাপাশি সম্ভাব্য মোবাইল অপারেটর হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাইছেন মাস্ক। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকার পাবেন গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীরা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজেও ইঙ্গিত দিয়েছেন, নতুন তরঙ্গ যুক্ত হলে ‘যেকোনো জায়গা থেকে ফোনে ভিডিও দেখা সম্ভব হবে।’ চুক্তির অংশ হিসেবে একোস্টারের অধীনস্থ বুস্ট মোবাইলের গ্রাহকেরাও স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ সেবার আওতায় আসবেন। এতে প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। বিষয়টি স্বীকার করে একোস্টারের প্রেসিডেন্ট হামিদ আখাভান জানান, এ চুক্তির মাধ্যমে বুস্ট গ্রাহকেরা আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট সেবা পাবেন।
আপাতত স্পেসএক্সের লক্ষ্য হলো নতুন তরঙ্গ কাজে লাগিয়ে স্টারলিংকের স্যাটেলাইটকে সরাসরি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা। উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে ব্যবহারকারীদের শুধু স্থলভিত্তিক টাওয়ারের ওপর নির্ভর করতে হবে না। স্যাটেলাইটের মাধ্যমে কল করার পাশাপাশি ভিডিও স্ট্রিমও করা যাবে।
প্রসঙ্গত, স্টারলিংক টি-মোবাইলের সঙ্গে যৌথভাবে ‘টি-স্যাটেলাইট’ নামে স্যাটেলাইটনির্ভর বার্তা আদান–প্রদানের সেবা চালু করেছিল। সেবাটি নিবন্ধনের ভিত্তিতে ব্যবহারের সুযোগ মিলত। নতুন স্পেকট্রাম কেনার চুক্তির পর স্পেসএক্স চলতি বছর থেকেই ডেটা সেবা চালু করার ঘোষণা দিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভয়েস কলের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য ট ল ইট ন টওয় র ক স প সএক স তরঙ গ
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।