সরকারি আনন্দমোহন কলেজ আমার একসময়ের কর্মস্থল। গত বছরের শেষ দিকে একদিন গেলাম ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে। কলেজ ভবনের আঙিনাতেই প্রাণিবিদ্যা ল্যাবরেটরির সামনে পেলাম মরিচ জবার দেখা। পরে লন্ঠন জবা পেলাম উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানে।
মরিচ জবা তো নয়, যেন ভাঁজ করে রাখা একেকটি ছাতা। গাছজুড়ে ভাঁজ করে রাখা লাল ছাতার মতো ফুলের সমাহার। ছবি তুলে ফেললাম দ্রুত। ছোটবেলায় বাড়ির বাগানে ফোটা এই ফুল নিয়ে খেলেছি অনেক। সেই স্মৃতি মনে পড়ে গেল।
গুল্মজাতীয় একটি উদ্ভিদ মরিচ জবা। ফুল দেখতে পাকা মরিচের মতো হওয়ায় এর এমন নাম। মরিচ জবার গাছ সাধারণত ১ থেকে ৫ মিটার উঁচু হয়। অনেকে বাড়িতে বেড়া দেওয়ার জন্য এই গাছ লাগায়। শোভাবর্ধনেও এই ফুল গাছ বাড়ির চারপাশে রোপণ করা হয়। তবে আমাদের দেশে এখন আর এই ফুলগাছ অতটা চোখে পড়ে না।
মরিচ জবার বৈজ্ঞানিক নাম ম্যালভাভিসকাস আরবোরিয়াস। এটি ম্যালভেইসি পরিবারের একটি উদ্ভিদ। পাতা সরল, একান্তর, বল্লমাকার, তিন লোববিশিষ্ট। কখনো কখনো লোববিহীনও হয়ে থাকে। পাতার কিনারাগুলো খাঁজকাটা থাকে। লম্বায় প্রায় ৯ সেন্টিমিটার, চওড়া ৬ সেন্টিমিটারের মতো। ফুল একক বা পাতার কক্ষে একত্রে কয়েকটি জন্মে। ফুল উজ্জ্বল লাল রঙের, ফানেলাকার কিন্তু মুখের দিকে সরু। বৃতি সবুজ রঙের। প্রায় সারা বছরই ফুল ফোটে, বেশি ফোটে শরতে এবং শীতের শুরুতে।
মরিচ জবার আদি নিবাস মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা। এর অনেক ইংরেজি নাম আছে—ওয়াক্স ম্যালো, টার্কস ক্যাপ (ম্যালো), টার্কস টারবান, স্লিপিং হিবিস্কাস, মানজানিলা, মানজানিটা (ডি পোলো), লেডিস টিয়ারড্রপ উল্লেখযোগ্য। ফুল পুরোপুরি খোলে না। প্রজাপতি ও হামিংবার্ডকে আকর্ষণ করে এই ফুল। ফুলে মধু থাকে। ডালপালা ও পাতা অবিকল জবার মতোই। ঝোপালো গাছ। ডালপালা এলানো থাকে। ফুল ঝুলন্ত। আকৃতি মরিচের মতো। পাঁচ থেকে ছয় সেন্টিমিটার লম্বা হয়। গাঢ় লাল ও সাদা—দুই ধরনের ফুল পাওয়া যায়। শীতের প্রথম দিকে যখন অন্যান্য ফুল পাওয়া যায় না, তখন মরিচ জবা ফোটে। তাই এর চাহিদাও থাকে বেশি।
পূজার ফুল হিসেবে ও মালা তৈরির জন্য এ ফুলের বেশ কদর রয়েছে। ফুল বেশ কিছুদিন গাছে টিকে থাকতে পারে। একই সঙ্গে অনেক ফুল ফোটে, তাই খুব সহজেই এরা নজর কাড়তে পারে। এই গাছ দ্রুতবর্ধনশীল। বৃদ্ধির জন্য রোদের দরকার হয়।
উজ্জ্বল লাল ফুলের জন্য জনপ্রিয় মরিচ জবা। ফুল সম্পূর্ণভাবে ফুটলে পাপড়িগুলো পুংকেশরের চারপাশ আবৃত করে রাখে। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে ভালোভাবে জন্মায়। বীজ বা কাণ্ড কেটে সহজেই বংশবিস্তার করা যায়।
মরিচ জবার ফুল, পাপড়ি ও গাছের ছালে রয়েছে ঔষধি গুণ। চোখ ওঠা, সর্দি ও কাশি, চুলের বৃদ্ধি, হাতের তালুতে চামড়া ওঠা ইত্যাদি রোগে কাজে লাগে এই ফুল।
আনন্দমোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানে লন্ঠন জবা ফুল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ফ ল উদ ভ দ র জন য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন