মাঠের বাইরে কথার লড়াই চলে। থাকে নানা ঘটনাপ্রবাহও। অথচ মাঠে তেমন কোনো লড়াই-ই হয় না। ভারত–পাকিস্তান ম্যাচ মানে এখন গল্পটা এমনই। এবারের এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল গত মে মাসে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায়।

গত রোববার গ্রুপ পর্বের ম্যাচটা শেষ হতেই শুরু হয় নতুন বিতর্ক। ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব তখন জানান, সিদ্ধান্তটা তাঁরা নিয়েছেন সরকার ও বোর্ডের সঙ্গে আলোচনা করে। এই ঘটনার জের ধরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি করে পাকিস্তান—তিনি ক্ষমা চাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ঘণ্টা পর ম্যাচ খেলতে নামে সালমান আগার দল।

এসবই মাঠের বাইরের ঘটনা। এসবের ভিড়ে মাঠের খেলায় মনোযোগ ধরে রাখাটা নিশ্চয়ই কঠিন হয় ক্রিকেটারদের জন্যও? আগামীকাল দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক সূর্যকুমারকে করা হয়েছিল প্রশ্নটি। উত্তরে সহজ এক মন্ত্রের কথা বলেছেন সূর্য, ‘রুমের দরজা বন্ধ করে দাও, মুঠোফোন বন্ধ রাখো আর ঘুমাও (হাসি)।’

আরও পড়ুনশ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন২ ঘণ্টা আগে

কিন্তু কাজটা যে কঠিন সেটাও বলেছেন সূর্য, ‘এটা বলা সহজ। কিন্তু কখনো কখনো করা কঠিন। কারণ, আপনি বন্ধুদের সঙ্গে দেখা করেন, রাতে খেতে যান, আশপাশে অনেক মানুষের সঙ্গেও দেখা হয়। তবে বিষয়টি আপনার ওপর, আপনি কী শুনে বা মাথায় রেখে অনুশীলন বা ম্যাচে যেতে চান।’

পাকিস্তান ম্যাচ সামনে রেখে সতীর্থদের বিশেষ পরামর্শ দিয়েছেন সূর্যকুমার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাবার ঐতিহ্য ধরে রাজনীতিতে এসে ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন দুই নারী

বাবার ঐতিহ্যের পথ ধরে বিএনপির রাজনীতিতে এসেছিলেন শামা ওবায়েদ ও নায়াব ইউসুফ। দুজনই পেয়েছেন দলের মনোনয়ন। গতকাল সোমবার সন্ধ্যায় ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ঢাকায় বিএনপির কার্যালয়ে ২৩৭ জনের মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে নারী ১০ জন।

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন বাদে বাকি তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ এবং ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাবার গণতান্ত্রিক আচরণ ও নীতি সব সময় আমাকে প্রভাবিত করেছে। বাবার জীবন ছিল মানুষের জন্য। নিজের কথা কখনো ভাবেনি। আমি সন্তান হিসেবে তাঁর রেখে যাওয়া কাজগুলো সম্পাদন করতে চাই।শামা ওবায়েদমানুষের সঙ্গে আছি এবং থাকব। মানুষ কী চায়, সে লক্ষ্যে কাজ করব। ফরিদপুরকে একটি মডেল জেলা করা আমার লক্ষ্য।নায়াব ইউসুফ

মনোনয়ন পাওয়া দুই নারীর মধ্যে নায়াব ইউসুফ নতুন মুখ। তিনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। নায়াব ইউসুফ জাতীয় নির্বাচনে প্রার্থী না হলেও ২০১৮ সালের নির্বাচনে বাবা সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক সহসভাপতি প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের ডামি হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে অবশ্য বাবার সমর্থনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সেই থেকে তাঁর রাজনীতি শুরু।
অন্যদিকে শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে পদার্পণ করেন।

অবশ্য আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পাওয়ার আগে থেকেই এই দুই নারী এলাকার রাজনীতিতে সক্রিয়। প্রতিনিয়ত নিজ নিজ এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছেন।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কে এম ওবায়দুর রহমান ফরিদপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চারবার নির্বাচিত হন। এর মধ্যে একবার (১৯৭৩) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং তিনবার (১৯৭৯, ১৯৯৬ ও ২০০১) বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জনতা পার্টির প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

ওবায়দুর রহমান একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেকবার কারারুদ্ধ হয়েছিলেন। ৬৬ বছর বয়সে ২০০৭ সালের ২১ মার্চ মৃতুবরণ করেন ওবায়দুর রহমান। শামা ওবায়েদ বলেন, ‘বাবা বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি আপাদমস্তক গণতান্ত্রিক ছিলেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বহুবার জেল খেটেছেন। ওনার জীবন গেছে সংগ্রামের মধ্য দিয়ে। তারপরও সব সময় নিজের এলাকার মানুষের সঙ্গে ছিলেন। তাঁদের চাকরিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। নগরকান্দার যা উন্নয়ন, এর ৯০ শতাংশ তার হাত ধরে হয়েছে।’

শামা ওবায়েদ বলেন, ‘বাবার গণতান্ত্রিক আচরণ ও নীতি সব সময় আমাকে প্রভাবিত করেছে। বাবার জীবন ছিল মানুষের জন্য। নিজের কথা কখনো ভাবেনি। আমি সন্তান হিসেবে তাঁর রেখে যাওয়া কাজগুলো সম্পাদন করতে চাই। বাবার আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। বাবা জাতীয়তাবাদের আদর্শের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়াকে আদর্শ হিসেবে নিয়েছিলেন। সেই জায়গা থেকে আমি কাজ করে যেতে চাই।’

অন্যদিকে নায়াব ইউসুফের বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৯ সালে। তার আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। মোট সাতটি নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন, যার মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে পাঁচবার। এর মধ্যে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরাজিত হন ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে। জোট গঠনের কারণে ২০০৮ সালে তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ২০১৮ সালে পরাজিত হন বিএনপির প্রার্থী হিসেবে। ৮০ বছর বয়সে ২০২০ সালের ৯ ডিসেম্বরে মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

নায়াব ইউসুফ বলেন, তাঁর বাবা এ আসন থেকে পাঁচবার এমপি হয়ে তিনবার মন্ত্রী হয়েছেন। জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপির রাজনীতি করেছেন এবং বিএনপিকে শক্তিশালী করেছেন। তাঁর বাবা ফরিদপুরে মেডিকেল কলেজ করেছেন। বিভিন্ন চরে দাদা ও বড় বাবার নামে যেসব স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার জন্য মানুষ শিক্ষিত হয়েছে।

নায়াব ইউসুফ জানান, তিনি শিক্ষা, যোগাযোগ ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে জোর দেবেন। দলের কাজ তারেক রহমানের নির্দেশে করে যাবেন। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে আছি এবং থাকব। মানুষ কী চায়, সে লক্ষ্যে কাজ করব। ফরিদপুরকে একটি মডেল জেলা করা আমার লক্ষ্য।’

সম্পর্কিত নিবন্ধ