চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পরীক্ষা স্থগিত নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। দপ্তরটি শুধু দুই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.

মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরো পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থান নেতাদের ওপর হামলায় জাকসুর নিন্দা

ফুটবল খেলা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৭

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, চাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধান অনুযায়ী উল্লিখিত নির্বাচনে শুধু নির্বাচনের দিন ও তার পরের দিন (১৫ ও ১৬ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত (শুক্র ও শনিবারসহ) পরীক্ষা স্থগিতের প্রস্তাব দেওয়া হয়।

পরে সপ্তাহব্যাপী পরীক্ষা স্থগিত রাখার এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও প্রার্থীরা আপত্তি জানান।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব পর ক ষ

এছাড়াও পড়ুন:

দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

আরো পড়ুন:

মহালয়া উপলক্ষে গঙ্গার ঘাটে তর্পণ, মন্দিরে ভক্তদের ভিড়

তামান্না কী আধ্যাত্মিক মানুষ?

এর আগে সকালে ‘চাষী' ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে আসে। চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠনো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড় করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে এবারও ভরতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছর বিভিন্ন উৎসবে দুই দেশের মধ্যে উপহার বিনিময় হয়ে থাকে।

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা না রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
  • পূজায় সোনামসজিদ স্থলবন্দর ৮ দিন বন্ধ 
  • গান-আলোচনায় ‘আমি চাইলাম যারে’ গানের গীতিকারকে স্মরণ
  • ১০ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়নে অকৃতকার্য ইবি উপাচার্য
  • রাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি বাতিল
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটায় নগদের আকর্ষণীয় ক্যাশব্যাক
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল উপহারের ৫০০ কেজি সুগন্ধি চাল
  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল