Risingbd:
2025-11-17@13:17:22 GMT

পূজার সাজে ট্রেন্ডি পাঁচ লুক

Published: 25th, September 2025 GMT

পূজার সাজে ট্রেন্ডি পাঁচ লুক

পূজার সাজপোশাকে চিরচেনা পরিপাটি লুকে নিজেকে যেমন সাজাতে পারেন আবার হালের এলিগেন্ট লুকও বেছে নিতে পারেন। বলিউড তারকাদের অনেকে আবার এথনিক সাজপোশাককে প্রাধান্য দেন। বাদ যায় না ম্যাচিং সাজপোশাকও। ট্রেন্ডি পাঁচ রকম লুকের সাজপোশাকের গাইডলাইন জেনে নিন। 

এলিগেন্ট সাজপোশাক
সাজে এলিগেন্ট আমেজ ফুটিয়ে তুলতে চাইলে ফুসিয়া গোলাপি কিংবা যেকোনো উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারেন। স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরলে আত্মবিশ্বাসী লাগবে। জমকালো সিকুইনের কাজ করা শাড়িতে সহজেই পেতে পারেন এলিগেন্ট লুক। সঙ্গে ন্যুড মেকআপ, চোখভর্তি কাজল, কপালে টিপ, চুলে খোঁপা আর  কানে স্টেটমেন্ট দুল- ব্যাস হয়ে গেলো। 

আরো পড়ুন:

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

মানিকগঞ্জে ৫৫৩ মণ্ডপের নিরাপত্তায় ৭০০ পুলিশ 

এথনিক সাজপোশাক
মিরর ওয়ার্ক করা কামিজে সহজে উৎসবের লুক পেতে পারেন। এর সঙ্গে চাই গ্লসি ন্যুড মেকআপ, ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপগ্লস আর চোখে মাশকারা। সুন্দর করে এঁকে নিতে পারেন ভ্রু যুগল। আর কপালে পরতে পারেন ছোট্ট টিপ। এই সাজের সঙ্গে চুল ছেড়ে রাখলেও ভালো লাগবে। কানে শোভা  পেতে পাবে বড় ঝুমকা। আর হাতে পরতে পারেন মুক্তা অথবা গোল্ডের চুড়ি। 

ম্যাচিং সাজপোশাক
মেটালিক সেমি শিয়ার শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজে সাজাতে পারেন নিজেকে। মেটালিক সেমি শিয়ার শাড়ির সঙ্গে সাজ অনুসঙ্গ হিসেবে বেছে নিতে পারেন রুবি চোকার নেকলেস। আর হাতে থাকতে পারে শাঁখা, পলা ও চুড়ি। ঠোঁটে শোভা পাক লাল লিপস্টিক, চোখে কাজল আর কপালে পাথরের টিপ। চুল সাজানোর ক্ষেত্রে মাঝে সিঁথি করতে পারেন। লো বান খোঁপাতেই হতে পারে পূজার সাজ। 

জমকালো সাজপোশাক
জমকালো বর্ডার দেওয়া যেকোনো শাড়িতে সহজে পেতে পারেন উৎসবের ভাইব। শাড়ির সঙ্গে বাঙালির চিরচেনা গ্লাস হাতার ব্লাউজ পরতে পারেন। এতে সিগ্ধ একটা লুক তৈরি হয়ে যাবে। চোখ সাজাতে পারেন কাজল দিয়ে আর ঠোঁটে শোভা পেতে পারে গ্লসি লিপস্টিক। গ্লাস হাতার ব্লাউজ পরলে গলায় কোনো গয়নার দরকার হবে না, সেক্ষেত্রে কানে শোভা বাড়াতে পারে বড় ঝোলানো যেকোনো দুল। আর হাতে একগুচ্ছ চুড়ি পরে নিন। চুল সাজাতে পারেন উঁচু করে পনিটেল-স্টাইলে। 

চিরচেনা পরিপাটি লুক
যেকোনো রঙের কাঞ্জিভরম আপনাকে দিতে পারে উৎসবের উপযোগী জমকালো লুক। এর সঙ্গে গোল্ডের গয়না বেশ মানিয়ে যায়। ভ্রু যুগল কাজলে এঁকে নিয়ে কপালে পরতে পারেন একটি ছোট্ট টিপ। হাতের অনামিকায় শোভা পেতে পারে একটি আংটি আর চুল বেণী করে নিতে পারেন। ঠোঁটে গ্লসি লিপস্টিক দিয়ে নিজেকে দিতে পারেন পরিপাটি লুক। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ প শ ক এল গ ন ট জমক ল

এছাড়াও পড়ুন:

দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন

ভালো ফলাফলের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। বই ও জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বাড়াতে হবে।

শুক্রবার রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পর আজ রংপুরে ছিল দ্বিতীয় আয়োজন। অন্য ছয়টি বিভাগীয় শহরে এ সংবর্ধনা দেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ৪০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ লাইনস স্কুল থেকে পাস করা শিক্ষার্থী আরেফা খানম এসেছেন এক দিনের জন্য চাপমুক্ত থাকতে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পড়াশোনার চাপে বেড়ানোর সুযোগ হয় না। তাই আজকের দিন বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাতে চান। কুড়িগ্রামের আবদুর রহিম এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর সংবর্ধনার কথা উল্লেখ করে বলেন, এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন তাঁর ভালো লাগছে।

রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ আগত অতিথিরা। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদি নববর্ষ’ উদ্‌যাপন
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • নবান্নের পিঠায় সুবাসিত রাবি
  • ঘূর্ণির জাদুতে বিশ্বজয় 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার
  • পয়লা অগ্রহায়ণে ‘নববর্ষ’ উদ্‌যাপন করবে ডাকসু
  • দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন