সারা দেশ কেক নিয়ে উন্মাতাল। আলোচনার কেন্দ্র বিন্দুতে। সেই আলোচনা এবার বাড়িয়ে দিলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির আয়োজকরা।
রবিবার (১২ অক্টোবর) এই প্রতিযোগিতার ফাইনাল। মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ। এর আগে দুই দলের অধিনায়ক আকবর ও মিঠুন শনিবার ফটোসেশনে এসেছিলেন। যেখানে আচমকাই নিয়ে আসা হয় কেক। পরে দুই অধিনায়ক কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। আর এর মধ্যে দিয়েই ফাইনালের দামামা বাজতে শুরু করল।
আরো পড়ুন:
জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট
বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে নিউ জিল্যান্ডের প্রথম জয়
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর। আর রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো খুলনাকে শিরোপা জেতাতে চান দলটির অধিনায়ক মিঠুন।
সঠিক সময়ে দলের ছন্দ পাওয়ায় খুশি আকবর, “সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। একই চেষ্টা থাকবে যে, জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।”
কোনো চাপ ছাড়া ফাইনাল ম্যাচ খেলতে চান আকবর। আগের দিন আকবর বলেন, “ফাইনাল ম্যাচ যদিও, তারপরেও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি, হয়তো বা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।”
রংপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠলেও তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখছেন মোহাম্মদ মিঠুন, “রংপুর শেষ কিছু ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্যই ওরা খুব ভালো টিম। ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে। অ্যাট দ্য সেইম টাইম, আমাদেরও খুব, আমরাও খুব ভালো খেলছি। আমাদের টিমটাও বেশ এক্সপেরিয়েন্সড, ওয়েল ব্যালান্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী।”
খুলনার শিরোপা নেই লম্বা সময় ধরে। সেই অপেক্ষা ফুরাতে চান মিঠুন, “অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকেই একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা, যে এই ট্রফিটা আমরা নিতে চাই। আগামীকালে অবশ্যই আমাদের টার্গেটটা থাকবে যে অবশ্যই আমরা যেটা বললাম যে আমরা ডে ওয়ান থেকে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মোটিভটাই কাজ করছে যে এই বছরের ট্রফিটা আমরা চাই। তো আমরা খুলনাকে এই ট্রফিটা উপহার দিতে চাই।”
ঢাকা/ইয়াসিন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ট ফ ইন ল
এছাড়াও পড়ুন:
শিরোপার যুদ্ধে রংপুর-খুলনা
সারা দেশ কেক নিয়ে উন্মাতাল। আলোচনার কেন্দ্র বিন্দুতে। সেই আলোচনা এবার বাড়িয়ে দিলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির আয়োজকরা।
রবিবার (১২ অক্টোবর) এই প্রতিযোগিতার ফাইনাল। মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ। এর আগে দুই দলের অধিনায়ক আকবর ও মিঠুন শনিবার ফটোসেশনে এসেছিলেন। যেখানে আচমকাই নিয়ে আসা হয় কেক। পরে দুই অধিনায়ক কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। আর এর মধ্যে দিয়েই ফাইনালের দামামা বাজতে শুরু করল।
আরো পড়ুন:
জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট
বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে নিউ জিল্যান্ডের প্রথম জয়
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর। আর রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো খুলনাকে শিরোপা জেতাতে চান দলটির অধিনায়ক মিঠুন।
সঠিক সময়ে দলের ছন্দ পাওয়ায় খুশি আকবর, “সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। একই চেষ্টা থাকবে যে, জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।”
কোনো চাপ ছাড়া ফাইনাল ম্যাচ খেলতে চান আকবর। আগের দিন আকবর বলেন, “ফাইনাল ম্যাচ যদিও, তারপরেও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি, হয়তো বা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।”
রংপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠলেও তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখছেন মোহাম্মদ মিঠুন, “রংপুর শেষ কিছু ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্যই ওরা খুব ভালো টিম। ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে। অ্যাট দ্য সেইম টাইম, আমাদেরও খুব, আমরাও খুব ভালো খেলছি। আমাদের টিমটাও বেশ এক্সপেরিয়েন্সড, ওয়েল ব্যালান্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী।”
খুলনার শিরোপা নেই লম্বা সময় ধরে। সেই অপেক্ষা ফুরাতে চান মিঠুন, “অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকেই একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা, যে এই ট্রফিটা আমরা নিতে চাই। আগামীকালে অবশ্যই আমাদের টার্গেটটা থাকবে যে অবশ্যই আমরা যেটা বললাম যে আমরা ডে ওয়ান থেকে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মোটিভটাই কাজ করছে যে এই বছরের ট্রফিটা আমরা চাই। তো আমরা খুলনাকে এই ট্রফিটা উপহার দিতে চাই।”
ঢাকা/ইয়াসিন/এসবি