নারীদের সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা দেবে জামায়াত: খায়রুল হাসান
Published: 11th, October 2025 GMT
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীদের ইজ্জত ও সম্মান সুরক্ষিত থাকবে। কর্মক্ষেত্রে তারা নিরাপত্তা পাবে এবং তাদের প্রতিটি ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
শনিবার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির।
আরো পড়ুন:
২৪ এর গণ-অভ্যুত্থানে কন্যাদের জয়ধ্বনি শোনা যায়: শারমীন
শরীরে সেফটি পিন ফুটিয়ে কিশোরী-নারীসহ ৩ জনকে নির্যাতনের অভিযোগ
তিনি বলেন, “নারী ও পুরুষ মিলিয়েই মানবসভ্যতা টিকে আছে। হযরত আদম (আ.
তিনি আরো বলেন, “পশ্চিমা নারীবাদী দর্শন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। সেখানে পারিবারিক বন্ধন শিথিল হয়েছে, কলহ-বিবাদ ও হতাশা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিছু নারীবাদী দল পশ্চিমাদের সেই ‘পচা সংস্কৃতি’ আমদানি করে আমাদের ধর্মীয়-সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।”
“ইসলাম নারী-পুরুষ উভয়ের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে বিশ্বাসী,” -যুক্ত করেন খায়রুল হাসান।
সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ সদস্য তাসলিমা হাকিম, উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আক্তার, পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া আক্তার ও পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।
সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ প্রায় ৪ শতাধিক নারী অংশগ্রহণ করেন।
ঢাকা/রফিক/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একই রকম ট্যাটু, জাংকুক–উইন্টারের প্রেমের গুঞ্জন
হাতের একই জায়গায় একই রকম ট্যাটু করেছেন বিটিএস তারকা জাংকুক ও আসপা তারকা উইন্টার। ৫ ডিসেম্বর দুজনের ট্যাটুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কেউ কেউ বলছেন, এটি একধরনের ‘কাপল ট্যাটু’। ট্যাটুতে তিনটি কুকুরের ছানার মুখাকৃতি দেখা গেছে।
জোড়া ট্যাটুকে কেন্দ্র করে জাংকুক ও উইন্টারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, চুপিসারে প্রেম করছেন তাঁরা। দাবির পেছনে বেশ কিছু ‘প্রমাণ’ তুলে ধরছেন অনেকে।
জাংকুক