এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শেষ হয়েছে। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০২৫ সালে যারা নোবেল পুরস্কার পেলেন তাদের নিয়ে বিস্তারিত রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো।

চিকিৎসাবিজ্ঞান
২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কারের এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

আরো পড়ুন:

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

শান্তিতে নোবেল বিজয়ী মাচাদো কি আসলেই শান্তিকামী?

৬ অক্টোবর এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি। মেরি ই ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক, ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের গবেষক এবং শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক।

দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গপ্রতঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, সেই কৌশল উদঘাটনের স্বীকৃতিতে এই তিন গবেষক এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন।

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পেয়েছেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি এক বিবৃতিতে বলেছে, ‘তাদের আবিষ্কার গবেষণার একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং নতুন চিকিৎসার বিকাশকে উৎসাহিত করেছে, উদাহরণস্বরূপ ক্যানসার ও অটোইমিউন রোগের জন্য।’

পদার্থবিজ্ঞান
২০২৫ সালে পদার্থবিজ্ঞানে তিন জন নোবেল পুরস্কার পেয়েছেন। ৭ অক্টোবর সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স এবারের বিজয়ী হিসেবে জন ক্লার্ক, মিশেল এইচ.

ডেভোরেট এবং জন এম. মার্টিনিসের নাম ঘোষণা করেছে। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন’ আবিষ্কারের এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

 পদার্থবিজ্ঞানে জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস নোবেল পেয়েছেন

রসায়ন
২০২৫ সালে রসায়নে তিন জন নোবেল পুরস্কার পেয়েছেন। ৮ অক্টোবর   সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স এবারের বিজয়ী হিসেবে জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওমর এম. ইয়াগির নাম ঘোষণা করে।

‘ধাতব জৈব-কাঠামো’ উন্নয়নের জন্য এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাদের উদ্ভাবিত এই আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে।

রসায়নে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াগির নোবেল পেয়েছেন

সাহিত্য
২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাইকে। ৯ অক্টোবর সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

লাজলো ক্রাজনাহরকাই ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।

হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই

শান্তি
ভেনিজুয়েলায় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান দেশটির রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।

১০ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।”

অর্থনীতি
২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জোয়েল ময়কার, ফ্রান্সের ফিলিপ এজিওঁ এবং পিটার হাউইট। মূলত ‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য’ তাদের দুজনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৩ নভেম্বর এই পুরস্কার ঘোষণা করে।

জোয়েল ময়কার যুক্তরাষ্ট্র ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক। ফিলিপ এজিওঁ ফ্রান্সের নাগরিক এবং তিনি কলেজ দে ফ্রান্স এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত। পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, প্রভিডেন্সের অধ্যাপক।

নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, গত দুই শতাব্দীতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব দেখেছে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর ফলে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে বিপুলসংখ্যক মানুষ, আর এর ওপরই গড়ে উঠেছে আমাদের সমৃদ্ধির ভিত্তি। এ বছরের অর্থনীতিতে নোবেলজয়ী তিন বিজ্ঞানী-জোয়েল ময়কার, ফিলিপ এজিওঁ ও পিটার হাউইট-দেখিয়েছেন, কীভাবে উদ্ভাবন আরো অগ্রগতির প্রেরণা জোগায়।

ফিলিপ এজিওঁ ও পিটার হাউইটও টেকসই প্রবৃদ্ধির প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। ১৯৯২ সালে তারা তৈরি করেন এক গাণিতিক মডেল, যার মাধ্যমে ব্যাখ্যা করা হয় ‘সৃষ্টিশীল ধ্বংস’ প্রক্রিয়াকে। অর্থাৎ, যখন কোনো নতুন ও উন্নত পণ্য বাজারে আসে, তখন পুরোনো পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় হার মানে। নতুন উদ্ভাবন তাই যেমন সৃষ্টিশীল, তেমনি ধ্বংসাত্মকও-কারণ এটি পুরোনো প্রযুক্তিকে অচল করে দেয়।

বিভিন্নভাবে এই নোবেলজয়ীরা দেখিয়েছেন, সৃষ্টিশীল ধ্বংসের এই প্রক্রিয়া সংঘাতও সৃষ্টি করে, যা গঠনমূলকভাবে সামলাতে হয়। অন্যথায়, বড় কোম্পানি বা প্রভাবশালী স্বার্থগোষ্ঠী নিজেদের ক্ষতির আশঙ্কায় নতুন উদ্ভাবনকে বাধাগ্রস্ত করতে পারে।

অর্থনীতিতে নোবেল কমিটির চেয়ারম্যান জন হাসলার বলেন, “নোবেলজয়ীদের গবেষণা আমাদের স্মরণ করিয়ে দেয়-অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বয়ংক্রিয় কিছু নয়। আমাদের অবশ্যই সেই প্রক্রিয়াগুলো টিকিয়ে রাখতে হবে, যা সৃষ্টিশীল ধ্বংসকে সম্ভব করে তোলে। তা না হলে আমরা আবার স্থবিরতার যুগে ফিরে যেতে পারি।”

তথ্যসূত্র: নোবেল প্রাইজ ডট অর্গ, বিবিসি, সিএনএন, রয়টার্স

/এসবি/

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব ল প রস ক র ন ব ল প রস ক র প য় ছ ন এই ত ন ব জ ঞ ন য ক তর ষ ট র র ব শ বব দ য ন ব ল ব জয় ২০২৫ স ল প রব দ ধ প রক র য় উদ ভ ব র জন য এ বছর

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষের কথা শুনেছেন। তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আগ্রহী।

এ সময় ট্রাম্প বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠায় দক্ষ। গত শনিবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়, পরদিন রোববার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ অব্যাহত ছিল।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, কাবুলের আগ্রাসনের জবাব দিতে গিয়ে পাকিস্তানের ২৩ সেনা শহীদ হন এবং তালেবান ও সংশ্লিষ্ট ২০০ জঙ্গি নিহত হয়েছেন।

আফগানিস্তান এই সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হওয়ার দাবি করেছে।

গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে উড়োজাহাজের ভেতরে সাংবাদিকদের সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে তিনি কথা বলেন।

নোবেল কমিটির প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, এবারের পুরস্কারটি ২০২৪ সালের জন্য দেওয়া হয়েছে…তবে কেউ কেউ এমনও বলেছেন, এবার হয়তো ব্যতিক্রম করা যেত। কারণ, ২০২৫ সালজুড়ে অনেক কিছুই ঘটেছে, যেগুলো সম্পন্ন করা হয়েছে, শেষ করা হয়েছে এবং দুর্দান্ত কাজ হয়েছে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

সেখানে গাজা যুদ্ধ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হবে অষ্টম যুদ্ধ, যেটি আমি সমাধান করেছি। আমি শুনেছি, এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে। আমাকে বলতে হচ্ছে, ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। আমি এখন অন্য একটি (যুদ্ধ) নিয়ে কাজ করছি। যেহেতু আমি যুদ্ধ থামাতে দক্ষ, আমি শান্তি প্রতিষ্ঠা করতে দক্ষ এবং এটা করা আমার জন্য সম্মানের। আমি লাখো মানুষের জীবন বাঁচাতে পারি।’

আরও পড়ুনতালেবান ও তালেবান-সংশ্লিষ্ট ২০০ জনকে হত্যার দাবি পাকিস্তানের১৮ ঘণ্টা আগেআফগানিস্তানের হামলায় নিহত পাকিস্তানের এক সেনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুর্রাম জেলায়, ১২ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নেবে ৪০ জন, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ অক্টোবর ২০২৫)
  • বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন ২৯ অক্টোবর থেকে
  • ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে
  • রংপুর অঞ্চলে কেন বারবার অ্যানথ্রাক্সের হানা
  • এবার পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প