Prothomalo:
2025-10-14@18:51:46 GMT

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

Published: 14th, October 2025 GMT

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ–সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে এ পত্রে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনে ইচ্ছুকদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাঁদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। ১২ অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে যেতে পারবেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২০০ রানের হারে ব‌্যর্থতার ষোলকলা ‍পূর্ণ বাংলাদেশের

সিরিজ হারের পর বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে স্রেফ উড়ে গেল। আফগানিস্তান হ‌্যাটট্রিক সিরিজ জয়ের পর প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ কোনো লড়াই করতে পারেনি। শেষটাতে মুখ রক্ষাও হয়নি।

আফগানিস্তান জয় পেয়েছে ২০০ রানের বিশাল ব‌্যবধানে। যা ওয়ানডেতে তাদের রানের ব‌্যবধান হিসেবে দ্বিতীয় বড় হয়। দুইশ বা তার বেশি রানের হিসেবে এটিই তাদের দ্বিতীয় জয়। 

আবুধাবিতে আগে ব‌্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান করে। জবাব দিতে নেমে চরম ব‌্যাটিং বিপর্যয়ে মাত্র ৯৩ রানে অল আউট বাংলাদেশ। 

বিস্তারিত আসছে ...


 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ