শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ ডিসেম্বরের পরিবর্তে এখন ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শাহজামান বলেন, পূর্বঘোষিত তারিখের আগে টানা তিন দিন সরকারি ছুটি থাকার ফলে ভোটারদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচনী পরিবেশ আরও অনুকূল থাকে, সে লক্ষ্যে ভোট গ্রহণের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর–১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২–৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (ডোপটেস্ট রিপোর্টসহ), ৪–৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ।

এর আগে গত মঙ্গলবার রাতে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু এই তফসিল ঘোষণার পর একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবি জানান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ গ রহণ

এছাড়াও পড়ুন:

জকসু: ছাত্রদলের পদবঞ্ছিতদের ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ঘোষিত প্যানেলে মনোনয়ন না পাওয়া নেতাকর্মীরা ‘জাগ্রত জবিয়ান’ নামে নতুন প্যানেল ঘোষণা করেছেন। 

সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরো পড়ুন:

জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ

জকসু: ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে বামপন্থিদের প্যানেল ঘোষণা

‘জাগ্রত জবিয়ান’ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. তৌহিদ চৌধুরী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন মেহেদী হাসান আখন। বুধবার (১৯ নভেম্বর) ১২ সদস্যদের আংশিক প্যানেল ঘোষণা করা হবে জানিয়েছে তারা।

ভিপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে। মূল প্যানেলে যেসব ত্যাগী ও নির্যাতিত ভাইদের রাখা হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা সেই পদগুলোতে প্রার্থী দিচ্ছি না। কিন্তু বাইরে থেকে এনে যেভাবে অনেককে বসানো হয়েছে, তা সংগঠনের প্রতি অবিচার। এই অবিচার প্রতিকার করতেই আমরা বিকল্প প্যানেল ঘোষণা করেছি।”

জিএস প্রার্থী মো. তৌহিদ চৌধুরী বলেন, “জবি শিক্ষার্থীরা পরিবর্তন ও যোগ্য নেতৃত্ব চায়। বাইরে থেকে নেতৃত্ব চাপিয়ে দিলে ছাত্রসমাজ তা গ্রহণ করবে না। আমরা এমন একটি প্যানেল গঠন করেছি, যা প্রকৃত জবিয়ানদের ও সংগঠনের ভিতর থেকে উঠে আসা ছাত্রনেতাদের প্রতিনিধিত্ব করবে।”

এজিএস প্রার্থী মেহেদী হাসান আখন বলেন, “বিগত বছরগুলোতে আমাদের বহু কর্মী অন্যায়ের শিকার হয়েছেন। জকসু নির্বাচন তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধারের সুযোগ। আমরা চাই—আবাসন, নিরাপত্তা, লাইব্রেরি, ছাত্র অধিকারসহ শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো সামনে আসুক। আমাদের প্যানেল সেই ইস্যুগুলোই অগ্রাধিকার দেবে।”

জকসুর তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, ১৮ নভেম্বর সংগ্রহ করা ফরম দাখিল করা যাবে।

আগামী ১৯–২০ নভেম্বর বাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৭ এবং ৩০ নভেম্বর ডোপ টেস্ট হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে, ৯ ডিসেম্বর প্রকাশ হবে প্রত্যাহার তালিকা। ৯–১৯ ডিসেম্বর প্রচারণা শেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জকসুতে কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে মনোনয়নপত্র জমা দিলেন ২৪৯ প্রার্থী
  • নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন বদু
  • নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন বদু
  • নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন
  • রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • জকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ মনোনয়ন জমা, চলছে বাছাই
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর
  • জকসু: ছাত্রদলের বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার
  • জকসু: ছাত্রদলের পদবঞ্ছিতদের ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল