রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটিতে প্রকাশ্যে অস্ত্র বিতরণের দাবি ও অন্যটিতে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। দুটি ঘটনাকে গুজব ও ভিত্তিহীন বলছে রাজশাহী মহানগর পুলিশ।

মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভুয়া ও বানোয়াট ভিডিও প্রচার করছে। এর মধ্যে বোমা বিস্ফোরণের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো এবং অস্ত্র বিতরণের ভিডিওটি দূর থেকে ধারণ করা একটি অস্পষ্ট দৃশ্য, যাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র বিতরণের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলা হয়, রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে একটি বাগানে কিছু লোকের আনাগোনার একটি অস্পষ্ট ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়, একটি রাজনৈতিক দলের লোকজন সেখানে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়নি। সেখানে স্থানীয় উৎসুক লোকজন ও বিভিন্ন দলের সমর্থকেরা বাগানে গাছের ছায়ায় আড্ডা দিচ্ছিলেন ও খাওয়াদাওয়া করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলের খুব কাছেই পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা টহলে ছিলেন। গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে এমন একটি প্রকাশ্য স্থানে অস্ত্র বিতরণ করা বাস্তবসম্মত নয়। একটি মহল সাধারণ মানুষের আড্ডা ও খাওয়ার দৃশ্যকে দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের গুজব ছড়িয়েছে।

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস–সংলগ্ন বিনোদপুরে শামিয়ানা টানিয়ে জামায়াত (বাঁয়ে) ও বিএনপির নেতা–কর্মীদের অবস্থান। বৃহস্পতিবার দুপুরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।

ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।

উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ