জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মাইকেল মিলার বলেন, এটি ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিলার লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।’

ইইউর রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ।

সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি বাড়াতে ইইউ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। সম্প্রতি ইইউ বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এ লক্ষ্যে ইইউ কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে। এসব উদ্যোগ গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইইউর প্রতিশ্রুতির অংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক

এছাড়াও পড়ুন:

ইউএনডিপিতে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ

ইউএনডিপি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। এটি জাতিসংঘের অন্যতম বড় ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপে জেনারেল ইন্টার্ন ও কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন—দুই ধরনের পদে আবেদন নেওয়া হবে। প্রোগ্রামটি ৩ মাসের, শুরু হবে ২০২৬ সালের মার্চে। ইন্টার্নরা যুক্তরাষ্ট্রে কাজের পাশাপাশি দেশটির সংস্কৃতি ও অভিজ্ঞতা জানার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

– প্রার্থীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।

– বিষয় হতে পারে কমিউনিকেশন বা ডেভেলপমেন্ট–সম্পর্কিত ফিল্ড যেমন ইকোনমিকস, পাবলিক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ ইত্যাদি।

– ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

– গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মানসিকতা থাকতে হবে।

– ইন্টার্নশিপ শেষে পড়াশোনায় ফিরে যেতে হবে।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাগুলো

– কোনো আবেদন ফি নেই।

– বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

– এটি একটি বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

– ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে (লোকেশন অনুযায়ী পরিমাণ ভিন্ন হতে পারে)।

– আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

– পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ার সুযোগ।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • সিডনি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির আবেদন বাতিল
  • ইউএনডিপিতে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ
  • ২০২৬ বিশ্বকাপ ফুটবল: প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখের বেশি টিকিট
  • বরখাস্ত হতে হলো ‘ব্যর্থ’ ক্লাইভার্টকে
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল আমিরাত, ২০ দলই চূড়ান্ত
  • ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল নেপাল ও ওমান
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নেপাল ও ওমান