স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
Published: 3rd, December 2025 GMT
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিতে বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) মাউশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়ে কিছু সংশোধন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে।
আরও পড়ুনমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পছন্দক্রম–সংরক্ষিত আসন-আবেদন ফিসহ সব তথ্য২১ নভেম্বর ২০২৫‘জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। (যেমন: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।’
আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় পড়াশোনা: ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা১০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক ষ র থ র বয়স বয়স ন সরক র
এছাড়াও পড়ুন:
লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনার মধ্যে ৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
লিংক: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
দাবিকৃত ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ‘ব্যারিস্টার জাইমা রহমান’ নামে একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১০ হাজার প্রতিক্রিয়া, ২ হাজার মন্তব্য এবং প্রায় ১০ হাজার শেয়ার দেখা যায়।
প্রোফাইলটি পর্যালোচনা করে দেখা গেছে, ১৬ এপ্রিল ২০২৫ সালে প্রোফাইল চালু হয়। ব্যবহারকারী নিজের অবস্থান হিসেবে মিরপুর, ঢাকা উল্লেখ করেছেন।
প্রোফাইলের কভার ফটোতে রয়েছে খালেদা জিয়াসহ তারেক রহমানের পরিবারের ছবি। আর প্রোফাইল ছবিতে ব্যবহৃত হয়েছে তারেক রহমানের মেয়ের ছবি, যা ব্যবহার করে আইডিটি নিজেকে জাইমা রহমান হিসেবে তুলে ধরছে।
এ আইডিটির অনুসারীর সংখ্যা দুই লাখেরও বেশি। এই প্রোফাইলে বিএনপি, তারেক রহমান এবং তাঁদের পরিবারের পক্ষে রাজনৈতিক বিষয়বস্তু নিয়মিতভাবে শেয়ার করা হয়ে থাকে।
তবে ভিডিও যাচাই করে দেখা যাচ্ছে, চলতি বছরের জুন মাসে স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তারেক রহমান তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি সে সময় ধারণ করা।
একই ভিডিও বেসরকারি সম্প্রচারিত চ্যানেল আরটিভি ‘লন্ডন হিথরো বিমানবন্দরে জোবাইদা রহমানকে নিতে এলেন তারেক রহমান’ এই শিরোনামে চলতি বছর ৬ জুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড করে।
লিংক: এখানে, এখানে
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে চলতি বছরের ৬ জুন একটি ভিডিও আপলোড করে। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমানকে রিসিভ করেছেন হিথরো বিমানবন্দর থেকে।
লিংক: এখানে
ভিডিওটির ক্যাপশন ছিল, ‘লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করবেন তিনি। এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে আসেন জনাব তারেক রহমান।’ তারিখ উল্লেখ ছিল ৬ জুন ২০২৫ (বাংলাদেশ সময়)
এ ছাড়া চলতি বছর ৫ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান এ রকম শিরোনানে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লন্ডনে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করবেন তিনি।
লিংক: এখানে, এখানে, এখানে
তারেক রহমান ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডন থাকছেন। তাঁর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এরপর তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোর পায়।
তবে এরপর গত শনিবার তারেক রহমান এক ফেসবুক পোস্টে বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকালই সাংবাদিকদের বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
তবে তারেক রহমানের লন্ডন থেকে রওনা হওয়ার কোনো তথ্য বিএনপি থেকে আসেনি। সুতরাং যে ভিডিওর ভিত্তিতে এই দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।